Raiganj | প্রেমের সম্পর্কের অবনতি! ভিডিও কল করে ‘আত্মঘাতী’ প্রেমিক

Raiganj | প্রেমের সম্পর্কের অবনতি! ভিডিও কল করে ‘আত্মঘাতী’ প্রেমিক

খেলাধুলা/SPORTS
Spread the love


বিশ্বজিৎ সরকার, রায়গঞ্জ: প্রেমিকাকে ভিডিও কল করে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল প্রেমিক। মর্মান্তিক এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ থানার বারদুয়ারী সংলগ্ন মধুপুর এলাকায়। বুধবার গভীর রাতে পরিবারের সদস্যরা শোবার ঘরের দরজা ভেঙে ঝুলন্ত তরুনকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণের নাম আকাশ মৃধা (১৯)। রায়গঞ্জের সুভাষগঞ্জ উচ্চ বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল সে। দীর্ঘ দুই বছর ধরে রায়গঞ্জ শহর সংলগ্ন এলাকার এক ছাত্রীর ছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। পরিবার সূত্রের খবর, কয়েক দিন ধরে দুইজনের প্রেমের সম্পর্কের অবনতি হতে শুরু করে। বুধবার গভীর রাতে আকাশ তার প্রেমিকার সাথে ভিডিও কল করার পর গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়। তার আগে তাদের মধ্যে ভিডিও কলে কথাবার্তা হয়েছে বলে পুলিশ তদন্ত করে জানতে পেরেছে।

বৃহস্পতিবার বিকেলে ওই তরুণের মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ। প্রথমে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। পরে মৃত তরুণের পরিবারের তরফে প্রেমিকা ছাত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হলে সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রেমিকার মা ও বাবাকে আটক করে রায়গঞ্জ থানার পুলিশ। তদন্তের জন্য মৃত তরুণের মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

মৃত তরুণের কাকা প্রসেনজিৎ মৃধা বলেন, ‘প্রেমিকার প্রতারণার জেরেই আত্মহত্যা করতে বাধ্য হয়েছে আমার ভাইপো।  ওই তরুণীর শাস্তি চাই আমরা।’

রায়গঞ্জ পুলিশ জেলার সুপার মহম্মদ সানা আক্তার বলেন, ‘অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *