রায়গঞ্জ: অষ্টমীর সকালে রায়গঞ্জ (Raiganj) ছত্রপুরে অনুষ্ঠিত হল কুমারী পুজো। ২০২৪ সাল থেকে ছত্রপুর রামকৃষ্ণ মিশন এই পুজোর আয়োজন করছে। তার আগে রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের অধীনে এই পুজো হত। মহাঅষ্টমীর সকালে মিশনের কুমারী পুজো দেখতে দূরদূরান্ত থেকে ভক্তরা হাজির হলেন সেখানে। সকাল সাড়ে ৯ টায় পুজো শুরু হয় এবং শেষ হয় সাড়ে ১০ টায়। এবারের কুমারী পুজোয় পূজিতা হয় রায়গঞ্জের পূর্বাশা পাড়ার প্রথম শ্রেণির পড়ুয়া বর্ণিতা চক্রবর্তী। দেবীজ্ঞানে পুজো করা হয় কুমারী বর্ণিতাকে। রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী পরেশাত্মাকনন্দ মহারাজ বলেন, বেলুড় মঠের রীতি মেনেই এখানে অষ্টমী পুজো এবং কুমারী পুজো সম্পন্ন হয়েছে। স্বামী বিবেকানন্দ (Swami Vivekānanda) কন্যাকুমারীতে ১২৫ বছর আগে এক মুসলিম কন্যাকে প্রথম কুমারী পুজো করেছিলেন। এরপর থেকে এই পুজো হয়ে আসছে। আজ বিকেলে রয়েছে সন্ধিপুজো।