রায়গঞ্জঃ শনিবার হালকা শীতের নির্মল আকাশে খালি চোখে একাধিক গ্রহ ও নক্ষত্র দেখতে পেয়ে চরম উত্তেজনা দেখা গেল রায়গঞ্জের মানুষের মধ্যে। এদিনের আকাশে মঙ্গল, বৃহস্পতি, শুক্র ও শনি এই চারটি গ্রহ খালি চোখেই স্পষ্টভাবে দেখা যায়। এছাড়াও, কালপুরুষ, লুব্ধক, মিথুন রাশির ক্যাস্টর ও পোলাক্স এবং ক্যাসিওপিয়ার মতো নক্ষত্রমালাও উজ্জ্বলভাবে দৃশ্যমান ছিল। এভাবে আকাশ দেখে খুশি শহরের খুদে পড়ুয়া থেকে আকাশ পর্যবেক্ষকেরা।
পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক পার্থ প্রতীম ভদ্র বলেন, ‘আকাশ চেনা খুবই জরুরি। গ্রহ, নক্ষত্র এবং মহাবিশ্ব সম্পর্কে সঠিক ধারণা থাকলে জ্যোতিষশাস্ত্রের মিথ্যা বিশ্বাস এবং পাথর ধারণের মতো কুসংস্কার থেকে মুক্তি পাওয়া সম্ভব।’ তিনি আরও বলেন, ‘বর্তমানে মঙ্গলগ্রহ সবচেয়ে উজ্জ্বল অবস্থায় রয়েছে, কারণ এটি সূর্যের ঠিক বিপরীতে অবস্থান করছে। এই সময় গ্রহ পর্যবেক্ষণ একটি বিশেষ অভিজ্ঞতা।’