Raiganj | কাকার ট্র্যাক্টরের ফলায় এফোঁড় ওফোঁড় ভাইপো

Raiganj | কাকার ট্র্যাক্টরের ফলায় এফোঁড় ওফোঁড় ভাইপো

শিক্ষা
Spread the love


বিশ্বজিৎ সরকার, রায়গঞ্জ: জমিতে কাজ করার সময় দুর্ঘটনার শিকার বছর আঠারোর তরুণ। কাকার ট্র্যাক্টরের ফলায় বিদ্ধ হয়ে  মৃত্যু হয়েছে তাঁর। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে রায়গঞ্জ থানার ভাটোল হাট সংলগ্ন গোপালপুরে।

ভাতুন গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা মৃত তরুণের নাম আদিত্য রায়(১৮)। পেশায় কৃষক। ভাটোল গ্রামেই তাঁর বাড়ি। শুক্রবার সকাল নাগাদ জমিতে আলু তোলার কাজ করছিলেন ওই তরুণ। সেইসময় আচমকা কাকার ট্র্যাক্টরের ফলায় বিদ্ধ হন আদিত্য।

গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালেই চিকিৎসা করা হয় । কিন্তু সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা হয় রায়গঞ্জ মেডিকেলে। শুক্রবার সকাল ১০টা নাগাদ চিকিৎসাধীন অবস্থাতেই ওই তরুণের মৃত্যু হয়। এদিন বিকেলে ময়নাতদন্তের পর দেহটি পরিবারের সদস্যদের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ।

এই প্রসঙ্গে মৃত তরুণের পিসি ঝুমা রায় বলেন, ‘আমার ভাইপো সহ পরিবার মিলে জমি থেকে আলু তোলার কাজ করছিলাম। পাশের জমিতে লাঙল দিচ্ছিল ভাই। পেছনদিকে ঘোরানোর সময় ট্র্যাক্টরের ফলায় বিদ্ধ হয় আদিত্য। অসাবধানতাবশত এই দুর্ঘটনা ঘটেছে।’

রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। ঘাতক ট্র্যাক্টরটিকে আটক করেছে ভাটোল ফাঁড়ির পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *