রায়গঞ্জঃ বুধবার আলিপুরদুয়ারে প্রশাসনিক সভায়, বক্সা-জয়ন্তীর প্রবেশ মূল্য উঠিয়ে নেওয়ার কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিন রাজ্য সরকারের বনদপ্তরের পক্ষ থেকে জারি হওয়া নির্দেশিকায় রায়গঞ্জ কুলিক পাখিরালয়ের প্রবেশ মূল্য উঠিয়ে নেওয়ার কথা ঘোষনা করা হল। এদিন রায়গঞ্জের কুলিকে গিয়ে দেখা গেল, পাখিরালয়ের মূল ফটকে প্রবেশ মূল্য উঠে যাওয়ার নির্দেশিকা ঝোলানো রয়েছে।
এই বিষয়ে রায়গঞ্জ বন আধিকারিক ভূপেন বিশ্বকর্মা জানান, করোনা পরবর্তী পর্যায়ে বনদপ্তরের নির্দেশিকা মেনে কুলিকের প্রবেশ মূল্য করা হয় জনপ্রতি ১২০ টাকা। এছাড়াও ক্যামেরার জন্য অতিরিক্ত ৪০ টাকা করে নেওয়া হত। কিন্তু এদিন বনদপ্তরের শেষ নির্দেশিকা মেনে বৃহস্পতিবার থেকে উঠে গেল প্রবেশ মূল্য সহ সবধরনের ফি। পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত এমনটাই চলবে বলে জানালেন বন আধিকারিক।