Raiganj | আবার দলবদল করবেন বিধায়ক? কৃষ্ণ কল্যাণীর ছবি ঘিরে জোর জল্পনা

Raiganj | আবার দলবদল করবেন বিধায়ক? কৃষ্ণ কল্যাণীর ছবি ঘিরে জোর জল্পনা

ব্লগ/BLOG
Spread the love


রায়গঞ্জ: ফেসবুক (Fb) প্রোফাইলে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণীর (Krishna Kalyani) ছবি ঘিরে জল্পনা ছড়িয়েছে। তবে কী আবার বিজেপিতে ফিরে যাচ্ছেন তিনি? উঠল প্রশ্ন।

যদিও বিধায়ক কৃষ্ণ কল্যাণী এমন দাবি নস্যাৎ করে দিয়েছেন। তাঁর দাবি, ‘বিরোধীরা চক্রান্ত করে ফেক প্রোফাইল তৈরি করে কুৎসা করছে। রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপারের নজরে এনেছি। সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগও দায়ের করেছি। এই কাজ বিজেপি ছাড়া আর কারুর না।’  যদিও বিধায়কের এই দাবিকে নস্যাৎ করে দিয়েছে গেরুয়া শিবির। বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ বলেন, ‘এই প্রোফাইল কেউ তৈরি করেনি। উনি ওই প্রোফাইল নিজেই তৈরি করেছেন।’

দলের মধ্যেই চরম গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। তৃণমূলের (TMC) সঙ্গে দরকষাকষি করতেই এই কাজ করেছেন তিনি।অন্যদিকে বাম ও কংগ্রেস নেতৃত্বের দাবি, সঠিক তদন্ত হলেই সবটা বেরিয়ে আসবে।

উল্লেখ্য, বিধায়কের প্রোফাইলে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ অন্যান্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে রয়েছেন বিধায়ক। এই ছবি সামনে আসতেই শুরু হল বিতর্ক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *