Rahul Gandhi | ‘ভারতের গণতন্ত্র ঝুঁকির মুখে’, কলম্বিয়া থেকে মোদি সরকারকে তোপ রাহুলের

Rahul Gandhi | ‘ভারতের গণতন্ত্র ঝুঁকির মুখে’, কলম্বিয়া থেকে মোদি সরকারকে তোপ রাহুলের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিদেশের মাটি থেকে ফের একবার মোদি সরকারকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi)। সম্প্রতি কলম্বিয়ায় রয়েছেন ভারতের বিরোধী দলনেতা। সেখানেই কলম্বিয়ার ইআইএ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে ভারতের গণতান্ত্রিক কাঠামো নষ্ট করার জন্য ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন। তিনি বলেন, ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য, প্রযুক্তিগত শক্তি এবং স্বাস্থ্য ব্যবস্থার কারণে ভারত সম্পর্কে খুব আশাবাদী। কিন্তু, তিনি সতর্ক করে বলেন, ‘দেশটি গুরুতর ঝুঁকির মুখোমুখি। সবচেয়ে বড় ঝুঁকি হল ভারতে গণতন্ত্রের উপর আক্রমণ।’ তিনি বলেন, ‘ভারত আসলে সকল মানুষের মধ্যে কথোপকথনের একটি জায়গা… বিভিন্ন ঐতিহ্য, ধর্ম, ধারণার জন্য স্থান প্রয়োজন। এবং সেই স্থান তৈরি করার সর্বোত্তম উপায় হল গণতান্ত্রিক ব্যবস্থা। বর্তমানে, (গণতান্ত্রিক) ব্যবস্থার উপর ব্যাপক আক্রমণ চলছে। তাই এটি একটি ঝুঁকি।’

রাহুল তাঁর ভাষণে চিনের সঙ্গে তীব্র বৈপরীত্যও তুলে ধরেন।  বলেন, ‘চিন যা করে আমরা তা করতে পারি না, আমাদের কাঠামো এই ব্যবস্থা মেনে নেবে না।’ রাহুল ২০১৬ সালে বিজেপি সরকারের নোট বাতিল নীতিরও সমালোচনা করেন। এটিকে তিনি ‘ব্যর্থতা’ বলে অভিহিত করেন।

দুর্নীতি মোকাবিলার পদ্ধতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, রাহুল গান্ধি ক্ষমতার বিকেন্দ্রীকরণকে ‘দুর্নীতি মোকাবিলার কার্যকর উপায়’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘ভারতে, আমাদের কেন্দ্রীভূত স্তরে বিপুল পরিমাণে দুর্নীতি রয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত তিন-চারটি শিল্পগোষ্ঠী পুরো অর্থনীতি দখল করে নিচ্ছে। ভারতে দুর্নীতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।’ রাহুল গান্ধির এই মন্তব্যকে সহজভাবে নেয়নি বিজেপি। বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত তীব্র আক্রমণ করে বলেন, ‘তিনি একজন লজ্জাজনক ব্যক্তি। সবাই জানেন যে তিনি সর্বত্র দেশকে বদনাম করার চেষ্টা করছেন, দেশের সমালোচনা করছেন।’ বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারীও রাহুলের সমালোচনা করে তাকে ‘ভারতবিরোধী’ বলে অভিহিত করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *