উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাদল অধিবেশন শুরু হতেই মুলতুবি হল দুই কক্ষ। রাজ্যসভা থেকে ওয়াকআউট করলেন বিরোধী দলের সাংসদেরা। বিরোধী দলনেতা রাহুল গান্ধি (Rahul Gandhi) অভিযোগের সুরে বলেন, ‘পহেলগাঁও নিয়ে প্রশ্ন করতেই কয়েক সেকেন্ডের মধ্যে পালিয়ে গেলেন মোদি। শুধু বেছে বেছে বিরোধীদের কণ্ঠরোধ করার কৌশল।’
সোমবার থেকে শুরু হয়েছে বাদল অধিবেশন (Parliament session)। অধিবেশন শুরু হতেই পহেলগাঁও জঙ্গি হামলা, এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনা, অপারেশন সিঁদুর এবং বিহারের ভোটার তালিকা নিয়ে সুর চড়ান বিরোধী দলের সাংসদেরা। এই ইস্যুতে উত্তাল হয় সাংসদ। বিশেষ করে পহেলগাঁও হামলা নিয়ে যখন বিরোধীরা সরব হন, ঠিক সেই তখনই অধিবেশন ছেড়ে বাইরে বেরিয়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এরপর সংসদের বাইরে লোকসভার বিরোধী দলনেতা গান্ধি বলেন, ‘সরকারে থাকা লোকজন বক্তব্য রাখার সুযোগ পান। অথচ বিরোধীরা কথা বলতে গেলেই তাঁদের মুখবন্ধ করে দেওয়া হয়। আমি বিরোধী দলনেতা, আমার কথা বলার অধিকার রয়েছে। তা সত্ত্বেও আমাকে বলতে দেওয়া হয়নি। সরকারের প্রতিনিধিদের যদি কথা বলার সুযোগ দেওয়া হয় তাহলে বিরোধীদেরও দেওয়া উচিত।’
#WATCH | After Lok adjourned until 2 pm on the primary day of the Monsoon session, LoP Lok Sabha Rahul Gandhi says, “The query is – the Defence Minister is allowed to talk within the Home, however Opposition members, together with me, who’s the LoP, will not be allowed to talk…It is a… pic.twitter.com/bD3ELbiEkd
— ANI (@ANI) July 21, 2025
এরপর তিনি আরও বলেন, আজ তো প্রধানমন্ত্রী (PM Modi) ভয়ে পালিয়ে গেছেন। পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুর নিয়ে যাতে কোনওরকম আলোচনা না করতে হয়, তাই কয়েক সেকেন্ডের মধ্যেই পালিয়ে গেলেন।’