Rahul Gandhi | ‘আবগারি দুর্নীতির কারিগর’, বিজেপির অস্ত্রেই কেজরিকে আক্রমণ রাহুলের

Rahul Gandhi | ‘আবগারি দুর্নীতির কারিগর’, বিজেপির অস্ত্রেই কেজরিকে আক্রমণ রাহুলের

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইন্ডিয়া জোটের শরিক হলেও বর্তমানে আদায়-কাঁচকলায় সম্পর্ক আম আদমি পার্টি ও কংগ্রেসের। দিল্লি বিধানসভা নির্বাচনে পরষ্পরের বিরুদ্ধে লড়ছে দুই দল। এবার তাই বিজেপির ভাষায় আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে (Arbind kejriwal) নিশানা করলেন বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi)। এদিন এক সভা থেকে সরাসরি আপ (AAP) সুপ্রিমোর বিলাসবহুল জীবনযাপনকে নিশানা করেছেন রাহুল গান্ধি। তিনি কটাক্ষ করেন, একসময় ছোট গাড়িতে চড়ে এলেও বর্তমানে শিসমহলে বাস করেন কেজরিওয়াল।

যখন তিনি প্রথমবার মুখ্যমন্ত্রী হন সেই সময় একটি নীল রংয়ের ছোট গাড়ি ছিল কেজরিওয়ালের। এরপর যমুনা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। অরবিন্দের বিরুদ্ধে বিজেপির অন্যতম অভিযোগ, তিনি জনগনের টাকায় মুখ্যমন্ত্রীর জন্য বিলাসবহুল বাসভবন নির্মাণ করেছেন। আজ বিজেপির সেই হাতিয়ারই তুলে নিয়ে কেজরিওয়ালকে আক্রমণ শানিয়েছেন রাহুল। শুধু বাসভবন নয়, দিল্লির মদ দুর্নীতির পেছনে কেজরিওয়াল ও মণীশ সিসোদিয়াকে মূল মাথা হিসেবে তুলে ধরেছেন রাহুল। সিসোদিয়া ও কেজরিওয়াল দুজনেই আবগারি দুর্নীতিতে দীর্ঘ সময় জেলে কাটিয়ে বর্তমানে জামিনে আছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *