উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কয়েক মাস হল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু এরই মধ্যে বল বিকৃতির অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে! ঘটনাটি তামিলনাডু প্রিমিয়ার লিগের(TNPL)। আর এই বল বিকৃতির অভিযোগটি তুলেছে মাদুরাই প্যান্থার্স।
জানা গিয়েছে, গত ১৪ জুন অশ্বিনের টিম ডিন্ডিগুল ড্র্যাগনসের সঙ্গে খেলা ছিল এই মাদুরাই প্যান্থার্স-এর। এই ম্যাচেই উঠেছে বল বিকৃতির অভিযোগ। মাদুরাই প্যান্থার্স-এর পক্ষ থেকে লিখিত ভাবে টিএনপিএল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান হয়েছে। অভিযোগে বলা হয়েছে, সেদিন খেলার সময় ডিন্ডিগুল ড্র্যাগনসের ক্রিকেটারেরা যে তোয়ালে দিয়ে বল মুছছিলেন তাতে বিশেষ ধরনের রাসায়নিক ছিল যার ফলে বলটি ভারী হয়ে গিয়েছিল। এই ভারী বল ব্যাটের সঙ্গে লাগার পর অদ্ভুত এক ধাতব শব্দ শোনা গিয়েছে বলেও জানিয়েছেন মাদুরাই টিমের ব্যাটারেরা। তবে এই অভিযোগটি নির্দিষ্ট কারও বিরুদ্ধে নয় বরং উঠেছে গোটা ডিন্ডিগুল ড্র্যাগনস দলের বিরুদ্ধে। অশ্বীন যেহেতু সেই দলেরই সদস্য তাই তাঁর নামও জড়িয়েছে এই অভিযোগে।
যদিও মাদুরাই দলের এই অভিযোগ প্রসঙ্গে টিএনপিএলের সিইও প্রসন্ন কান্নন বলেন, ‘‘মাদুরাই কর্তৃপক্ষ লিখিত অভিযোগ করেছে। নিয়ম অনুযায়ী খেলা শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে অভিযোগ জানাতে হয়। তবু আমরা অভিযোগ গ্রহণ করেছি। অভিযোগের পক্ষে গ্রহণযোগ্য প্রমাণ দিতে বলা হয়েছে কর্তৃপক্ষকে। অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য আমরা একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করব। যথাযথ প্রমাণ ছাড়া কোনও ক্রিকেটার বা দলের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করা উচিত নয়। মাদুরাই কর্তৃপক্ষ উপযুক্ত প্রমাণ না দিতে পারলে তাঁদেরকেই শাস্তি পেতে হবে।’’