উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আলাস্কায় বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ফোন করলেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimier Putin)। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জাানা গেছে, দুই রাষ্ট্রনেতার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়েই কথা হয়েছে। আলোচনায় সাড়ে তিন বছর ধরে চলে আসা রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী মোদি। ভারত আগেই আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠককে স্বাগত জানিয়ে আলোচনা ও কূটনীতির মাধ্যমে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর কথা বলেছে। সোমবার টেলিফোনিক আলাপচারিতায় আলোচনার টেবিলে শান্তিপূর্ণ সমাধানের কথাই বলেছেন প্রধানমন্ত্রী।
পুতিনের ফোন করার বিষয়টি নিয়ে নিজের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি লেখেন, ‘আমার বন্ধু প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ, আলাস্কায় রাষ্ট্রপতি ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক বৈঠকের কথাবার্তা ফোনে ভাগ করে নেওয়ার জন্য। ভারত ধারাবাহিকভাবে ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে এবং এই বিষয়ে সকল প্রচেষ্টাকে সমর্থন করে। এই বিষয়ে আগামী দিনেও মত বিনিময় অব্যাহত থাকবে বলে আশা করি।’
গত শুক্রবার গভীর রাতে আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক হলেও বৈঠক থেকে কোনও সমাধানসূত্র বের হয়নি। তবে সেই বৈঠকে যুদ্ধ থামাতে কিছু শর্ত নিয়ে আলোচনা হয়েছে। এবার ইউক্রেনের প্রেসিডেন্টের ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই বৈঠকে পুতিনের শর্তে তিনি জেলেনস্কিকে রাজি করাতে পারেন কিনা সেটাই দেখার। উল্লেখ্য একদিকে রাশিয়া যেমন ক্রিমিয়ার উপর পুরোপুরি কর্তৃত্ব কায়েম করতে চাইছে, তেমনি ইউক্রেন যাতে কোনও ভাবেই ন্যাটোর সদস্যপদ না পায় তাও নিশ্চিত করতে চাইছে। আপাতত এই দুই শর্তে জেলেনস্কি রাজি হন কিনা সেটাই দেখার।