উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পুরীর জগন্নাথ মন্দিরে (Puri Jagannath Temple) জঙ্গি হামলার হুমকি। বুধবার মন্দির প্রাঙ্গণের দেওয়ালে এমনই হুমকিবার্তা দেখতে পাওয়া গিয়েছে। যা ঘিরে স্বাভাবিকভাবেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আর এরপরেই গোট মন্দির সহ ওই এলাকাজুড়ে তড়িঘড়ি বাড়া়নো হয়েছে নিরাপত্তা।
ওডিশার স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে মন্দিরের হেরিটেজ করিডোরের কাছেই একটি দেওয়ালে ওই হুমকিবার্তা দেখতে পান স্থানীয়রা। ওডিয়া ও ইংরেজি দুই ভাষাতেই লেখা ছিল যে, ‘জঙ্গিরা মন্দির ধ্বংস করে দেবে।’ এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামও উল্লেখ ছিল হুমকিবার্তায়। সেই সঙ্গে বেশ কয়েকটি ফোন নম্বর লেখা ছিল। আর সেই সব নম্বরগুলিতে ফোন করার কথাও লেখা ছিল ওই বার্তায়। শুধু দেওয়াল লিখনই নয়, মন্দির চত্বরের বেশ কয়েকটি লাইট পোস্টও ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছে। যা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের উদ্বেগ আরও বাড়িয়েছে।
বিস্তারিত আসছে…