Puja Banerjee | পূজা-কুণালের সঙ্গে আর্থিক প্রতারণা, গ্রেপ্তার টলি প্রযোজক! স্বস্তিতে তারকা দম্পতি

Puja Banerjee | পূজা-কুণালের সঙ্গে আর্থিক প্রতারণা, গ্রেপ্তার টলি প্রযোজক! স্বস্তিতে তারকা দম্পতি

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত জুন মাসেই অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় (Puja Banerjee) ও তাঁর স্বামী কুণাল ভার্মা (Kunal Verma) জানিয়েছিলেন, ঘনিষ্ট বন্ধু তথা টলিউডের এক প্রযোজকের ফাঁদে পা দিয়ে আর্থিক প্রতারণার শিকার (Monetary fraud) হয়েছেন তাঁরা। সমস্ত সঞ্চয় খুইয়ে কার্যত ফের শূন্যে এসে পড়েছেন তাঁরা। এবার আর্থিক প্রতারণার অভিযোগ ওঠা সেই প্রযোজক শ্যামসুন্দর দে (Shyam Sundar Dey) গ্রেপ্তার হলেন পুলিশের হাতে (Arrested)। শনিবার কলকাতা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশ।

গত জুন মাসেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে তারকা দম্পতি বলেছিলেন, ‘অনেক দিনের পুরনো এক বন্ধু আমাদের সর্বস্বান্ত করেছেন। আর্থিক ভাবে সব কেড়ে নিয়েছেন। আমরা ওঁকে অন্ধ ভাবে বিশ্বাস করেছিলাম।’ ভিডিওতে কাঁদতেও দেখা গিয়েছিল পূজাকে। পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছিলেন তারকা দম্পতি।

যদিও এরপরই অভিযুক্ত প্রযোজকের স্ত্রী সোশ্যাল মিডিয়ায় পূজা ও কুণালের বিরুদ্ধে পালটা অভিযোগ করেন। তিনি জানান, ব্যবসায়িক সফরে গোয়ায় গিয়ে তাঁর শ্যামসুন্দরকে অপহরণ করিয়েছিলেন পূজা ও কুণাল। এমনকি একটি অচেনা জায়গায় নিয়ে গিয়ে শ্যামসুন্দরকে শারীরিক ও মানসিকভাবে অত্যাচারের পাশাপাশি ৬৪ লক্ষ দাবি করেছিলেন বলেও অভিযোগ। এই টাকা না দিলে মিথ্যে মাদক মামলায় ফাঁসানোর হুমকিও দেওয়া হয়েছিল।গোয়া পুলিশের কাছে পূজা ও কুণালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বলেও জানান শ্যামসুন্দরের স্ত্রী।

তবে অবশেষে অভিযুক্ত প্রযোজকের গ্রেপ্তারিতে স্বাভাবিকভাবেই স্বস্তিতে পূজা ও কুণাল। জানা গিয়েছে, অভিযুক্ত প্রযোজককে জিজ্ঞাসাবাদ করে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে মুম্বই পুলিশ। আইনি প্রক্রিয়া মেনে কলকাতা পুলিশের সহায়তায় মুম্বই পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। এবার শ্যামসুন্দরকে জিজ্ঞাসাবাদ করে অভিনেত্রীর অভিযোগের সত্যতাও খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *