উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনায় (Prayagraj freeway accident) মৃত্যু হল ১০ জনের। আহত অন্তত ১৯ জন। শুক্রবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে প্রয়াগরাজ-মির্জাপুর হাইওয়েতে। জানা গিয়েছে, মৃতরা সবাই ছত্তিশগড়ের (Chhattisgarh) কোরবার বাসিন্দা। অন্যদিকে, আহতরা সবাই মধ্যপ্রদেশের (Madhya Pradesh) রাজগড়ের বাসিন্দা।
গতকাল গভীর রাতে গাড়িতে করে সঙ্গম স্নানের উদ্দেশ্যে আসছিলেন ওই ১০ জন। অন্যদিকে, আহত ১৯ জন বাসযাত্রী পুণ্যস্নানের পর বারাণসীর উদ্দেশে যাচ্ছিলেন। পথে দুটি গাড়ির সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।
এর আগে গত বুধবার কানপুর-প্রয়াগরাজ হাইওয়েতেও দুর্ঘটনা ঘটে। মাঘী পূর্ণিমায় মহাকুম্ভে (Maha Kumbh 2025) যাওয়ার পথে ফতেহপুরে দুর্ঘটায় মৃত্যু হয় ৪ জনের। আহত হন ১৩ জন। দিল্লির (Delhi) উত্তম নগর থেকে ২১ জন পুণ্যার্থী বাসে করে প্রয়াগরাজের (Prayagraj) উদ্দেশে যাচ্ছিলেন। পথে একটি ডাম্পারের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় চালক সহ ৪ জনের মৃত্যু হয়।