উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তরকারিতে আলু (Potato) ছাড়া চলে না। তবে সুস্বাদু পদ রান্নার পাশাপাশি ত্বকের যত্নেও সাহায্য করে আলু। এটি হল ভিটামিন সি, ভিটামিন বি-এর অন্যতম উৎস। ভিটামিন সি ত্বকের কোলাজেন বৃদ্ধি করে। এর ফলে সূর্যের আলোর কারণে সৃষ্টি হওয়া কালো দাগ দূর হয়। ভিটামিন বি ত্বকের কালচে দাগ এবং ব্রণর দাগ দূর করতে সাহায্য করে। ত্বকের যত্নে আলু কীভাবে ব্যবহার করবেন জানুন…
ব্ল্যাক এবং হোয়াইট হেডস দূর করে
প্রথমে আলুর খোসা ছাড়িয়ে জলে ধুয়ে টুকরো করে কেটে নিন। এবার আলুর টুকরো, এক টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনিগার ও সামান্য জল ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। ঘন পেস্টটি একটি আইস ট্রেতে ঢেলে ফ্রিজে ৩-৪ ঘণ্টার জন্য রেখে দিন। পরিষ্কার ত্বকে আলুর রসের বরফের টুকরো নিয়ে ত্বকে ম্যাসাজ করুন। বিশেষ করে ব্ল্যাক হেডস এবং ওয়াইট হেডসের স্থানগুলি ভালো করে ম্যাসাজ করুন। দিনে দুই বা তিনবার ব্যবহার করলে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস ১০-১২ দিনের মধ্যে দূর হবে।
বলিরেখা দূর হবে
একটি আলু ভালো করে জলে ধুয়ে গ্রেট করে রস বের করে নিন। আলুর রস ত্বকে ম্যাসাজ করে লাগিয়ে শুকিয়ে নিন। তারপর ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। আলুতে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্টস ও ভিটামিন সি ত্বকের বলিরেখা দূর করবে।
ব্রণের দাগ দূর হবে
পরিষ্কার কাপে আলুর রস বের করে ১০-১৫ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিন। তারপর তাতে তুলো ভিজিয়ে ব্রণ কিংবা ব্রণের দাগে লাগিয়ে ম্যাসাজ করুন। এরপর ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।
ত্বকের কালচে ভাব দূর
ত্বকের কালো দাগ দূর করতে পারে আলু। প্রথমে খোসা সহ একটি আলু ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে পাতলা পাতলা করে কেটে নিন। এবার একটি করে আলুর টুকরো নিয়ে ত্বকে ম্যাসাজ করতে থাকুন। ত্বকের যেসব স্থানে কালো দাগ রয়েছে, সেই স্থানগুলিতে ভালো করে ম্যাসাজ করুন। আলুর রস ১৫ থেকে ২০ মিনিট পর শুকিয়ে গেলে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। দিনে ২-৩ বার এটি ব্যবহার করলে এক সপ্তাহের মধ্যে ত্বকের সব কালো দাগ দূর হবে।