Pori Moni | বাংলাদেশে বিমান দুর্ঘটনার খবরে প্যানিক অ্যাটাক! হাসপাতালে ভর্তি পরীমণি, এখন কেমন আছেন?   

Pori Moni | বাংলাদেশে বিমান দুর্ঘটনার খবরে প্যানিক অ্যাটাক! হাসপাতালে ভর্তি পরীমণি, এখন কেমন আছেন?   

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দু’দিন আগে আচমকাই বুকে ব্যথা শুরু হয়েছিল। অসুস্থ হয়ে পড়েছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী (Bangladeshi actress) পরীমণি (Pori Moni)। হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে। এবার খানিকটা সুস্থ হতেই নিজের স্বাস্থ্যের খবর জানালেন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘প‍্যানিক অ‍্যাটাক মোটেই কোনও সহজ বিষয় নয়! এটা যে কতটা ভয়ংকর হতে পারে! আজ তিনটে রাত কীভাবে পার করছি আমি শুধু জানি। হসপিটালের ডাক্তাররা (মেডিসিন, কার্ডিওলজি এবং সাইকোলজি বিশেষজ্ঞ) সবাই তাদের যথার্থ সাহায্য করে যাচ্ছেন। আমি শুধু ভাবছি, আমার বাচ্চারা না থাকলে কোনও চিকিৎসা কি আদৌও কাজে আসত আমার এই মুহূর্তে! আমি জানি না। আমি শুধু জানি আমার বাচ্চারা আমাকে ছাড়া ভালো থাকবে না। আল্লাহ মহান সবার সহায় হোক।’

জানা গিয়েছে, সোমবার বাংলাদেশে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর বায়ুসেনার একটি বিমান ভেঙে পড়ে। আর সেই দুর্ঘটনার নানা ক্ষতবিক্ষত ছবি, ভিডিও, সন্তানহারা বাবা-মায়ের হাহাকার দেখেই অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী। সেদিন সন্ধ্যা থেকেই বুকে ব্যথা অনুভব করেন পরীমণি। এরপর ক্রমশই তা বাড়তে থাকলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। মঙ্গলবার দুপুরে তাঁর কয়েকটি প্রয়োজনীয় টেস্ট করানো হয়েছে। পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ করা হবে। হাসপাতালে ভর্তির পর অভিনেত্রী নিজেও সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, ছোটবেলা থেকেই আগুনে ট্রমা রয়েছে তাঁর। আর বিমান দুর্ঘটনার ছবি, ভিডিও দেখেই প্যানিক অ্যাটাক হয়ে গিয়েছিল অভিনেত্রীর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *