উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সারাবছর মাথার ঘাম পায়ে ফেলে আপনি খেঁটে গেলেন আপনার কর্মস্থলে। কিন্তু বছর শেষে বোনাস দেওয়ার সময় আসতেই যদি কেটে নেওয়া হয় আপনার বোনাসের টাকা, তবে তা নিশ্চয়ই খুব একটা সুখকর হবে না। ঠিক এমনটাই ঘটেছে ফুযাইয়ের সঙ্গে। ফুযাই(Fuzai), করগি প্রজাতির এই কুকুরটি চিনা পুলিশ বাহিনীতে পুলিশ-ডগ হিসাবে কর্মরত। পুরো বছর ধরে হাড়ভাঙা খাটনির মাঝে মাঝে একটু আধটু ঘুমিয়ে নেয় সে, মানে কাজের সময়েই আরকি। কিন্তু তাই বলে এই কারণে বোনাস কেটে নেওয়াটা কি মানা যায়! শুধু তাই নয়, নিজেরই খাওয়ার পাত্রে হিসু করারও অভিযোগ আনা হয়েছে বেচারা ফুযাইয়ের বিরুদ্ধে।
জনৈক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ফুযাই তাঁর জন্মের পরেই শ্যানডং প্রভিনসের ওয়েইফ্যাং(Weifang)-এর একটি ট্রেনিং বেসে পুলিশ-ডগ হিসাবে ট্রেনিং-এ যোগ দেয়। ২০২৪ সালের জানুয়ারি মাসে মাত্র ৪ মাস বয়সেই তাঁকে বিস্ফোরক সনাক্তকারী হিসাবে যোগদান করানো হয় পুলিশ দলে। আর এর মাত্র কয়েক মাসের মধ্যেই নিজের কার্যকলাপের মধ্যে দিয়ে সমাজমাধ্যমে বেশ জনপ্রিয়ও হয়ে পড়ে সে।
সোশ্যাল মিডিয়ায় ওয়েইফ্যাং নিরাপত্তা বিভাগের একটি পেজও রয়েছে যার নাম, ‘করগি পুলিশ-ডগ ফুযাই এবং তাঁর কমরেডরা’(Corgi Police Canine Fuzai and Its Comrades)। সেই পেজের ফলোয়ারের সংখ্যাও নেহাত কম নয়। আর এই পেজেই পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে ফুযাই এবং এক পুলিশ অফিসারকে, যেখানে সেই পুলিশ অফিসারটি ফুযাইকে একটি লাল ফুল এবং তাঁর পছন্দের বিভিন্ন রকম খাবার ও খেলনা দিচ্ছে তাঁর কাজের পুরষ্কার হিসাবে। কিন্তু তাঁর পর মুহূর্তেই ওই অফিসারকে দেখা যাচ্ছে সেই খাবার এবং খেলনাগুলি তাঁর কাছ থেকে ফিরিয়ে নিতে।
অফিসারটিকে বলতে শোনা যাচ্ছে,‘তুমি খুবই ভালো কাজ করেছ এই বছর। তুমি পুলিশ-ডগ হিসাবে লেভেল ৪–এর পরীক্ষাও পাশ করেছ। কিন্তু তোমার সাম্প্রতিক কিছু কর্মকান্ড যেমন কাজের সময়ে ঘুমিয়ে পড়া এবং নিজের খাবার পাত্রেই হিসু করা, এইসবের জন্য তোমার উপহারগুলি ফিরিয়ে নেওয়া হচ্ছে,তুমি শুধুই এই ফুলটি পাবে।’
আর এই ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই ফুযাইয়ের সমর্থনে গলা ফাটাচ্ছেন নেটনাগরিকেরা। একজন লিখেছেন, ‘বেচারা ফুযাই, সারাবছর কাজ করার পর বোনাসটাই পেল না। আমি ওর সঙ্গে নিজের মিল খুঁজে পাচ্ছি।’ আরেকজন লিখেছেন, ‘ফুযাই তো নিজের খাওয়ার পাত্রে হিসু করেছে, ওর বসের পাত্রে তো করেনি। এখনই ওকে ওর বোনাস ফিরিয়ে দেওয়া হোক।’
এরপরেই চিনা পুলিশের ওই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট করে জানানো হয়েছে যে, ফুযাইকে তার পছন্দের খাবারগুলি ফিরিয়ে দেওয়া হবে এবং লুনার নিউ ইয়ার উপলক্ষে তাঁর জন্য বিশেষ উপহারেরও ব্যাবস্থা করা হবে।