উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসের আগে কলম ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। দেশভাগের স্মৃতি মনে করে এক্স হ্যান্ডলে (X-Put up) লিখলেন দীর্ঘ পোস্ট। নমোর কথায়, ‘ভারত আজ দেশভাগের বিভাজন বিভীষিকা স্মরণ দিবস পালন করছে। ইতিহাসের এক বেদনাদায়ক অধ্যায়ে অসংখ্য মানুষের অসহ্য দুর্ভোগ, যন্ত্রণা ও বিপর্যয়কে স্মরণ করার দিন।’
বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ‘আজ সেই সকল মানুষের অদম্য মানসিক শক্তিকে শ্রদ্ধা জানানোর দিন। যাঁরা সেই অকল্পনীয় দুঃখের মধ্যেও নতুন করে জীবন শুরু করার সাহস পেয়েছিলেন। অনেকেই সেই ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে এসে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন। তাঁদের জীবনের গল্প আমাদের সামনে মানবিক সহিষ্ণুতা ও সাহসের উদাহরণ। এই দিনে আমরা শুধু সেই অতীতকে স্মরণ করি না, বরং ভবিষ্যতের প্রতি দায়িত্ব নিয়ে শান্তি রক্ষা, পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং আমাদের বিবিধ সংস্কৃতির বন্ধনকে আরও মজবুত করার জন্য এগিয়ে যাই।’
India observes #PartitionHorrorsRemembranceDay, remembering the upheaval and ache endured by numerous folks throughout that tragic chapter of our historical past. Additionally it is a day to honour their grit…their capability to face unimaginable loss and nonetheless discover the power to start out afresh.…
— Narendra Modi (@narendramodi) August 14, 2025
উল্লেখ্য, দেশভাগের কারণে অগণিত মানুষকে যেভাবে কষ্ট সহ্য করতে হয়েছে তার ক্ষতি কোনওদিন পূরণ হবে না। এদিনের পোস্টের মাধ্যমে সে কথা তামাম দেশবাসীকে মনে করালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।