উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘অপারেশ সিঁদুর’ (Operation Sindoor)-এর পর সোমবার সংসদের প্রথম বাদল অধিবেশন। আর এবারের বাদল অধিবেশনে (Monsoon Session) সংসদে কোন কোন বিষয়কে সামনে রেখে সরকারপক্ষ আলোচনা শুরু করতে চাইছে, তার ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।
এদিন বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ উত্থাপন করে বলেন, ‘গোটা বিশ্ব দেখেছে ভারতের সামরিক শক্তি।’ ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সংসদে শাসক এবং বিরোধীপক্ষ এক সুরে কথা বলবে বলে আশাপ্রকাশ করেন মোদি। তিনি বলেন, ‘২২ মিনিটের মধ্যে জঙ্গিদের ডেরায় গিয়ে আঘাত করেছে ভারত। সেনাশক্তির এটা ‘মেড ইন ইন্ডিয়া’ রূপ। ভারতে তৈরি অস্ত্রের উপর বাকি বিশ্বের ভরসা বাড়ছে।’ পাশাপাশি মোদির কথায় উঠে আসে শুভাংশু শুক্লাদের মহাকাশ অভিযানের প্রসঙ্গও। মোদি বলেন, ‘আন্তর্জাতিক স্পেস স্টেশনে ভারতের পতাকা উড়েছে। এটা ভারতের জন্য অত্যন্ত গৌরবের।’ তাঁর সরকারের আমলে মাওবাদ মোকাবিলায় এবং অর্থনৈতিক উন্নতির দিক থেকে কী কী উন্নতি হয়েছে, তারও খতিয়ান তুলে ধরেন প্রধানমন্ত্রী।