উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ১৯৭৫ সালের ২৫ জুন দেশব্যাপী জারি হয় ‘জরুরি অবস্থা’। একে ‘দেশের ইতিহাসের কালো অধ্যায়’ বলে কংগ্রেসের (Congress) সমালোচনায় সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।
এনিয়ে সোশ্যাল মিডিয়া (Social Media) পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, ‘ভারতীয় গণতন্ত্রের ইতিহাসের অন্যতম কালো অধ্যায়। জরুরি অবস্থা জারির পঞ্চাশ বছর পূর্ণ হল আজ। ভারতের জনগণ এই দিনটিকে ‘সংবিধান হত্যা দিবস’ হিসেবে পালন করে। এই দিনে, ভারতীয় সংবিধানে বর্ণিত মূল্যবোধগুলিকে বিলুপ্ত করা হয়েছিল। মৌলিক অধিকার স্থগিত করা হয়েছিল। সংবাদপত্রের স্বাধীনতা বিলুপ্ত করা হয়েছিল। বেশ কয়েকজন রাজনৈতিক নেতা, সমাজকর্মী, ছাত্র এবং সাধারণ নাগরিককে কারাগারে পাঠানো হয়েছিল। মনে হচ্ছিল যেন সেই সময় ক্ষমতাসীন কংগ্রেস সরকার গণতন্ত্রকে আটকে রেখেছিল!’ পাশাপাশি তিনি জানান, ‘জরুরি অবস্থার বিরুদ্ধে লড়াইয়ে দৃঢ়ভাবে দাঁড়ানো প্রতিটি ব্যক্তিকে আমরা স্যালুট জানাই!’
At present marks fifty years since one of many darkest chapters in India’s democratic historical past, the imposition of the Emergency. The folks of India mark today as Samvidhan Hatya Diwas. On today, the values enshrined within the Indian Structure have been put aside, basic rights…
— Narendra Modi (@narendramodi) June 25, 2025
প্রসঙ্গত, এদিন থেকে থেকে ৫০ বছর আগে দেশে জরুরি অবস্থার ঘোষণা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি (Indira Gandhi)। বিজেপি (BJP) বরাবরই জরুরি অবস্থার বর্ষপূর্তির দিনগুলিকে ‘কালো দিন’ হিসেবে পালন করে এসেছে।