PM Narendra Modi | ‘দেশকে ভালোবাসাই সংঘের একমাত্র লক্ষ্য’, আরএসএসের শতবর্ষ অনুষ্ঠানে বার্তা মোদির

PM Narendra Modi | ‘দেশকে ভালোবাসাই সংঘের একমাত্র লক্ষ্য’, আরএসএসের শতবর্ষ অনুষ্ঠানে বার্তা মোদির

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আমরা এমন এক সমাজের অংশ, যেখানে ভালো-মন্দ দু’টোই গ্রহণ করি। গত শনিবার শতবর্ষ পূর্ণ করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) (RSS)। আগামীকাল বিজয়া দশমীতে নাগপুরে সংঘের সদর দপ্তরে হবে বিশেষ অনুষ্ঠান। তার আগে বুধবার দিল্লি (Delhi)-তে সংঘের শতবর্ষ উপলক্ষ্যে এক অনুষ্ঠানে অংশ নিয়ে এমনটা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।

সংঘের প্রশংসা করে মোদি বলেন, ‘আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার চেষ্টা হয়েছে। নিষেধাজ্ঞা জারি করার চেষ্টা হয়েছে। কিন্তু তারপরও আরএসএস কখনও বিরক্ত হয়নি। কারণ আমরা এমন এক সমাজের অংশ, যেখানে ভালো-মন্দ দু’টোই গ্রহণ করি।’ তিনি বলেন, ‘দেশকে ভালোবাসাই সংঘের একমাত্র লক্ষ্য। তারা ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধেও লড়াই করেছে। আরএসএসের ভাবমূর্তি নষ্ট করার অনেক চেষ্টা হয়েছে। তবুও তারা কখনও প্রতিশোধের মনোভাব নিয়ে লড়াইয়ের ময়দানে নামেনি। রাষ্ট্রই শ্রেষ্ঠ, রাষ্ট্রের স্বার্থ রক্ষাই জীবনের প্রধান লক্ষ্য। আরএসএসের এই ভাবনা সংগঠনটিকে আজ শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দিয়েছে।’

এদিন সংঘের শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী দুটি ঘোষণা করেন। ডাক টিকিট প্রকাশ এবং নতুন কয়েন চালু। প্রধানমন্ত্রী বলেন, ‘এই প্রথম ডাকটিকিট এবং কয়েনে ভারত মাতার ছবি স্থান পেল। দুটিতেই আরএসএসের মূলমন্ত্র উল্লেখ করা হয়েছে। যার কথা হল, রাষ্ট্র শ্রেষ্ঠ, রাষ্ট্রের কল্যাণই মূল কথা।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *