উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৩ সালে শুরু হওয়া গোষ্ঠী সংঘাতের পর এই প্রথম মণিপুর (Manipur) সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। দেখা করলেন চুরাচাঁদপুরে (Churachandpur) হিংসার জেরে ঘরছাড়া মানুষদের সঙ্গে (Manipur Violence Victims)। এই দু’বছরে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁদের তা শুনে দিলেন পাশে থাকার আশ্বাস।
শনিবার ইম্ফলে পৌঁছানোর পরই দুর্যোগের মুখে পড়েন তিনি। সেখান থেকে হেলিকপ্টারে করে চুরাচাঁদপুরে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু ভারী বৃষ্টিপাতের কারণে সড়কপথে ৬৫ কিলোমিটার অতিক্রম করেই সেখানে পৌঁছান তিনি। এই সফরে তাঁর সঙ্গে ছিলেন মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা। চুরাচাঁদপুরে পৌঁছেই গোষ্ঠী সংঘাতে ঘরছাড়াদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। শিশুদের সঙ্গেও কথা বলেন। নিজেদের হাতে আঁকা ছবি, ফুলের তোড়া এবং পালকের টুপি প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে দেয় উপস্থিত শিশুরা।
এদিন চুরাচাঁদপুরে একটি সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৭,৩০০ কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্পের শিলান্যাস করেন তিনি। এর মধ্যে মহাসড়ক প্রকল্প, মহিলাদের জন্য বেশ কয়েকটি হস্টেল সহ অন্যান্য প্রকল্পও রয়েছে। সেই সঙ্গে সভায় ভাষণ দেওয়ার সময় শান্তির বার্তা দেন মোদি। তিনি জোর দিয়ে বলেন, ‘মণিপুরের উন্নয়নের জন্য শান্তি ফেরানো জরুরি।’ তিনি এও উল্লেখ করেন যে, মণিপুরে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্র।
উল্লেখ্য, ২০২৩ সালের ৩মে শুরু হয়েছিল মনিপুরে গোষ্ঠী সংঘাত। যার কেন্দ্রস্থল ছিল এই কুকি-জো অধ্যুষিত চুরাচাঁদপুরই। এখনও পর্যন্ত এই সংঘাতের জেরে প্রাণ হারিয়েছেন ২৬০ জন। ঘরছাড়া হয়েছেন প্রায় ৫০ হাজার জন। বিগত দু’বছরে মণিপুরে যাননি প্রধানমন্ত্রী মোদি। যা নিয়ে বহুবার বিরোধীদের কটাক্ষের মুখে পড়েছেন তিনি। তবে অবশেষে ২৮ মাস পর রাজ্যে গিয়েই মোদি স্পষ্ট করলেন, কেন্দ্র মণিপুরের পাশে রয়েছে।