উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : বুধবার ৮ দিনের বিদেশ সফরে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরে আফ্রিকা, লাতিন আমেরিকা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ৫টি দেশে সফর করবেন তিনি। এটা মোদির দীর্ঘতম কূটনৈতিক সফর হতে চলেছে। প্রধানমন্ত্রী বলেছেন, ‘এই সফর গ্লোবাল সাউথের সঙ্গে ভারতের সম্পর্ককে আরও মজবুত করবে।’
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২ থেকে ৯ জুলাই – এই ৮ দিনে ঘানা, ত্রিনিদাদ, আর্জেন্টিনা, ব্রাজিল এবং নামিবিয়া সফর করবেন মোদি।রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কথা হবে বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি সহ বেশ কিছু বিষয়ে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী ব্রিকস শীর্ষ সম্মেলনেও যোগ দেবেন।
দেশ ছাড়ার আগে মোদি জানিয়েছেন, রাষ্ট্রপতি জন দ্রামানি মহামার আমন্ত্রণে তিনি ২-৩ জুলাই ঘানা সফর করবেন এবং ঘানার সংসদে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের ঐতিহাসিক সম্পর্ক আরও গভীর করাই সফরের মূল লক্ষ্য। এছাড়া বিনিয়োগ, জ্বালানি, স্বাস্থ্য, নিরাপত্তার মতো ক্ষেত্রগুলিতে পারস্পরিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচনের লক্ষ্যে মতবিনিময়ের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
৩-৪ জুলাই মোদি ত্রিনিদাদ ও টোবাগো সফর করবেন। সেখানে তিনি দেশটির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। আলোচনা হবে দ্বিপাক্ষিক নানা বিষয়ে।
প্রধানমন্ত্রীর পরবর্তী গন্তব্য আর্জেন্টিনা। ৫৭ বছরে এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী লিওনেল মেসির দেশে যাচ্ছেন। বুয়েনস আয়ার্সে কৃষি, বাণিজ্য, প্রযুক্তি, খনিজ সম্পর্কিত বিষয়ে রাষ্ট্রপতি জাভিয়ের মাইলির সঙ্গে বৈঠক হবে তাঁর।
এরপর রিও ডি জেনিরোতে (৬-৭ জুলাই) ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নেবেন মোদি। সেখানে ব্রাজিলের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী নামিবিয়া যাবেন। দেশটির রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পাশাপাশি নামিবিয়ার সংসদে ভাষণও দেবেন।