উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ‘বন্দুকের নলের মুখে কোনও আলোচনা করব না’, আমেরিকাকে এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। সম্প্রতি ভারত সহ একাধিক দেশের পণ্যের ওপর শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বুধবার অবশ্য সেই সিদ্ধান্ত ৯০ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা করেছেন তিনি। আর এই সময়কে কাজে লাগিয়ে আমেরিকার সঙ্গে দ্রুত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সেরে ফেলতে চায় নয়াদিল্লি। যদিও সেক্ষেত্রে ‘ইন্ডিয়া ফার্স্ট’ এবং ‘বিকশিত ভারত’-এর নীতি নিয়ে এগোবে নরেন্দ্র মোদি সরকার। এ ক্ষেত্রে কোনও রকম আপস করা হবে না বলে স্পষ্ট করে দিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল।
বর্তমানে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য ১৯১ বিলিয়ন ডলারের। ২০৩০ সালের মধ্যে সেই বাণিজ্যকে ৫০০ বিলিয়ন ডলারে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে দুই দেশ। এই পরিস্থিতিতে শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ‘আমি আগেও অনেক বার বলেছি যে, আমরা বন্দুকের মুখে কোনও আলোচনা করব না। পরিস্থিতি ভালো থাকলে আলোচনা দ্রুত গতিতে এগোয়। কিন্তু যতক্ষণ না দেশের স্বার্থ, দেশের মানুষের স্বার্থ সুরক্ষিত হচ্ছে, ততক্ষণ তাড়াহুড়ো করা ঠিক নয়।’
সরকারি সূত্রের খবর, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এপ্রিলের শেষে ভারতে আসছেন। তাঁর সফরের অন্যতম উদ্দেশ্য দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির রূপরেখা নির্ধারণ।