Peacock feather | ঘরে লুকোনো ছিল হাজারে হাজারে ময়ূরের পালক, চক্ষু চড়কগাছ বনকর্মীদের, গ্রেপ্তার ১

Peacock feather | ঘরে লুকোনো ছিল হাজারে হাজারে ময়ূরের পালক, চক্ষু চড়কগাছ বনকর্মীদের, গ্রেপ্তার ১

শিক্ষা
Spread the love


শিলিগুড়িঃ শিলিগুড়ির মিলনপল্লী এলাকা থেকে উদ্ধার হল প্রচুর সংখ্যক ময়ূরের পালক। শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ মিলনপল্লীর ফণিভূষণ রোডের বাসিন্দা অমল কর্মকারের বাড়িতে হানা দেয় বনদপ্তরের সুকনা রেঞ্জের কর্মীরা। সেই বাড়িতে অভিযান চালিয়ে বনকর্মীরা উদ্ধার করে ৫৭হাজার ময়ূরের পালক ও ময়ূরের পালক দিয়ে তৈরি ৭৩৩টি হাতপাখা। উদ্ধার হওয়া পালকের বাজারদর আনুমানিক ১১লক্ষ ৭০হাজার টাকা। ময়ূরের পালক মজুত রাখার বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গ্রেপ্তার করা হয়েছে বাড়ির মালিক অমল কর্মকারকে।

বনদপ্তরের সুকনা রেঞ্জ অফিসার দীপক রসাইলি বলেন, ‘গোপনসূত্রে আমরা খবর পাই, শিলিগুড়ির মিলনপল্লী এলাকার একটি বাড়িতে প্রচুর পরিমানে বন্যপ্রাণীর দেহাংশ মজুত রয়েছে। সেই খবর পেয়ে এদিন অভিযান চালানো হয় নির্দিষ্ট ঠিকানায়। আর সেখান থেকেই উদ্ধার হয়েছে ময়ূরের পালক। গ্রেপ্তার করা হয়েছে পাচারকারী অমল কর্মকারকে। ধৃত ব্যক্তি কোথা থেকে এই বিপুল সংখ্যক ময়ূরের পালক পেল তা খতিয়ে দেখা হচ্ছে।’ শনিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *