Parliament Monsoon Session | ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আজ বিশেষ অধিবেশন লোকসভায়, কী প্রশ্ন করবেন বিরোধীরা?

Parliament Monsoon Session | ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আজ বিশেষ অধিবেশন লোকসভায়, কী প্রশ্ন করবেন বিরোধীরা?

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলা (Pahalgam Terror Assault), ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)-এর পর সোমবার ১৬ ঘণ্টার বিশেষ অধিবেশনের আয়োজন করা হয়েছে লোকসভায় (Parliament Monsoon Session)। দীর্ঘদিন ধরেই এনিয়ে আচোলচনার দাবি তুলে আসছিল বিরোধীরা। অবশেষে এদিন আলোচনা হতে চলেছে লোকসভায়। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, বাণিজ্য উপদেষ্টা কমিটি (বিজনেস অ্যাডভাইসরি কমিটি) সংসদে এই সংক্রান্ত বিশেষ আলোচনা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার রাজ্যসভাতেও এ বিষয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। এদিন কী কী প্রশ্ন করতে পারে বিরোধীরা? তা স্থির করতে সকাল ১০টা নাগাদ ‘ইন্ডিয়া’-র সদস্যরা একটি বৈঠক করবেন।

এদিন সংসদে আলোচনা শুরু করার কথা কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের। কেন্দ্রের তরফে সংসদের আলোচনায় যোগ দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা, বিদেশমন্ত্রী এস জয়শংকর। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) এই আলোচনায় যোগ দেবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। বিরোধীদের তরফে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি এদিন সিঁদুর অভিযানের আলোচনায় যোগ দিতে পারেন। এছাড়া থাকবেন কংগ্রেস নেতা গৌরব গগৈ, মনীশ তিওয়ারি, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, এনসিপি-র সুপ্রিয়া সুলে। তৃণমূলের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় আলোচনায় যোগ দিতে পারেন।

এদিন আলোচনায় উঠে আসতে পারে একাধিক প্রসঙ্গ। উঠতে পারে সিঁদুর অভিযানে ভারতের ক্ষয়ক্ষতির প্রসঙ্গ। এছাড়া ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মধ্যস্থতাতেই সংঘর্ষবিরতি সম্ভব হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট যে দাবি করেন এদিন সংসদে তা নিয়েও প্রশ্ন তুলতে পারে বিরোধীরা। যদিও ভারত এখনও ট্রাম্পের সেই দাবিকে মান্যতা দেয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *