উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবারই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান। কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, এদিন বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ফের জম্মু ও কাশ্মীরে আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখা বরাবর (LoC) একাধিক স্থানে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালিয়েছে পাক সেনা (Pak Breaks Ceasefire)।
জানা গিয়েছে, এদিন শ্রীনগরে (Srinagar) একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। এরপরই ব্ল্যাকআউট (Blackout) করে দেওয়া হয় সেখানে। উধমপুরে একাধিক বিস্ফোরণের শব্দ মিলেছে সেকারণে কিছু অংশে ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে। আখনুর, রাজৌরি এবং আরএস পুরা সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে গুলিবর্ষণ করেছে পাক সেনা। জম্মুর পালানওয়ালা সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবরও যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর পাওয়া গিয়েছে। রাজস্থানের পোখরান এবং বারামুল্লায় একটি ড্রোন গুলি করে মাটিতে ফেলা হয়েছে। বারামুল্লাতেও ব্ল্যাকআউট জারি করা হয়েছে। রাজৌরিতেও সন্দেহজনক ড্রোনের গতিবিধিও লক্ষ্য করা গিয়েছে। জম্মুর সাম্বা জেলায় সাইরেন বাজানো হয়েছে।
বিষয়টি নিয়ে ভারতীয় সেনার তরফে এখনও কিছু জানানো হয়নি। তবে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘যুদ্ধবিরতির কী হল? শ্রীনগর জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।’
What the hell simply occurred to the ceasefire? Explosions heard throughout Srinagar!!!
— Omar Abdullah (@OmarAbdullah) May 10, 2025