উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল ভারতীয় সেনার বর্ডার অ্যাকশন টিম (বিএটি)। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন এক সেনা জওয়ান। মঙ্গলবার গভীর রাতে বারামুলা জেলার উরি সেক্টরে টিক্কা পোস্টের কাছে ঘটনাটি ঘটেছে।
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রাতে টিক্কা পোস্টের কাছে নিয়ন্ত্রণ রেখা টপকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল পাক মদতপুষ্ট কিছু জঙ্গি। সেই সময় তাদের বাধা দেন ভারতীয় জওয়ানরা। এরপর গুলি ছুড়তে শুরু করে ওই জঙ্গিরা। পালটা জবাব দেয় সেনাও। গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন বানোথ অনিল কুমার নামে এক জওয়ান। অপর এক জওয়ান আহত হয়েছেন। জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর তরফে ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। সেনাবাহিনীর তরফে এক্সে একটি পোস্টে বলা হয়েছে, ‘জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সহ ভারতীয় সেনার সকল সদস্য বানোথ অনিল কুমারের সর্বোচ্চ আত্মত্যাগকে শ্রদ্ধা জানাচ্ছেন।’ বারামুলায় শহিদ ওই জওয়ানের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সেনা।
The submit Pak attack on Army post | পাক সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা রুখল সেনা, জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ জওয়ান appeared first on Uttarbanga Sambad.