Pahalgam Terror Assault | পহেলগাঁও হামলার ‘মাস্টারমাইন্ড’ সইফুল্লা, তার নির্দেশে নির্বিচারে গুলি!

Pahalgam Terror Assault | পহেলগাঁও হামলার ‘মাস্টারমাইন্ড’ সইফুল্লা, তার নির্দেশে নির্বিচারে গুলি!

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলার (Pahalgam Terror Assault)  দায় স্বীকার করেছে লস্কর-ই-তৈবার ঘনিষ্ঠ সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF)। কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর সূত্রে খবর, হামলার ‘মাস্টারমাইন্ড’ হল সইফুল্লা খালিদ।

লস্কর-ই-তৈবা এবং টিআরএফের যাবতীয় জঙ্গি কার্যকলাপের তদারকি করে সইফুল্লা (Saifullah Khalid)। তাকে সইফুল্লা কসৌরি বলেও অনেকে চেনেন। লস্করের ডেপুটি চিফ বলা হয় সইফুল্লাকে। লস্করের মাথা ও আন্তর্জাতিক জঙ্গি হাফিজ সইদের অত্যন্ত ঘনিষ্ঠ সে। সইফুল্লার জীবনযাপনে এলাহী ব্যাপার। বিলাসবহুল গাড়ির শখ। তেমনই এক গাড়িতে করে সবসময় ঘুরে বেড়ায় সে। সেই গাড়ি ঘিরে থাকে তার সশস্ত্র বাহিনী। পাকিস্তান সেনার অনেক আধিকারিকের সঙ্গেও তার নিয়মিত যোগাযোগ বলে জানা যায়। পহেলগাঁও হামলার মাস দুই আগেও পাকিস্তানের পঞ্জাবের কাঙ্গলপুরে তাকে দেখা গিয়েছিল। পাক সেনাবাহিনীর কর্নেল জাহিদ জারিন খট্টক তাকে সেখানে বক্তব্য পেশ করতে অনুরোধ জানান। ভারতীয় সেনা ও ভারতীয়দের বিরুদ্ধে অত্যন্ত উগ্র ভাষণ দিয়েছিল সইফুল্লা। পাকিস্তানে সইফুল্লা এককথায় ভিভিআইপি। তাকে সবসময় স্বাগত জানানো হয় ফুলের পাপড়ি ছুড়ে নয়তো ফুলের দামি বুকে দিয়ে।

গতকাল পহেলগাঁওয়ে বৈসরন উপত্যকায় পর্যটকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে জঙ্গিরা। ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৭ জন পর্যটক। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ওই এলাকায় পর্যটকদের ভিড়ে মিশে ছিল জঙ্গিরা। স্থানীয় সূত্রে দাবি, জঙ্গিরা এসেছিল পুলিশ ও সেনার পোশাক পরে। পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায় তারা। জখম পর্যটকদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পুলওয়ামার পর এটাই বড় হামলা বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *