উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২২ এপ্রিল পহেলগাঁওয়ে (Pahalgam assault) ২৬ জন পর্যটককে গুলি করে হত্যা করে জঙ্গিরা। তারপর থেকে একের পর এক কঠোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে করা তল্লাশি। এই পরিস্থিতিতে সামনে এল বিস্ফোরক তথ্য। চেন্নাই হয়ে শ্রীলঙ্কায় নাকি পালানোর চেষ্টা করছে পহেলগাঁও হামলার জঙ্গিরা। খবর চাউর হতেই আতঙ্ক ছড়াল কলম্বো বিমান বন্দরে।
শনিবার মধ্যরাতে চেন্নাই থেকে শ্রীলঙ্কার এয়ারলাইন্সের (Srilanka airport) একটি বিমানে উড়ে যায়। সেই সময় ভারতীয় কর্তৃপক্ষের তরফে শ্রীলঙ্কার বিমানবন্দর সংস্থাকে জানানো হয়, যাত্রীদের মধ্যে ছ’জন জঙ্গি হয়ত ছদ্মবেশে রয়েছে। এই খবর পাওয়া মাত্রই কলম্বো বিমানবন্দরে চেন্নাই থেকে আসা বিমান নামতেই সুচ খোঁজার মতো তল্লাশি শুরু হয়। প্রতিটি যাত্রীকে বিমান থেকে নামিয়ে সার দিয়ে দাঁড় করিয়ে এক এক করে তল্লাশি চলে। বেশ কিছুক্ষণ খানাতল্লাশির পর যাত্রীদের সিকিউরিটি ক্লিয়ারেন্স দেওয়া হয়। ফলে যাত্রীদের এই বিমানে সিঙ্গাপুর যাত্রায় বেশ কিছুটা বিলম্ব হয়।
ঘটনা প্রসঙ্গে শ্রীলঙ্কা এক পুলিশ কর্তা বলেন, ভারত (India) থেকে যখনই জঙ্গি রয়েছে এই মর্মে বার্তা আসে, তখনই শুরু হয়ে যায় তৎপরতা। মানা হয় সবরকম নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা। যদিও বিমানে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি। একটু দেরি হলেও নির্দিষ্ট গন্তব্যের দিকে যাত্রী নিয়ে রওনা দিয়েছে বিমানটি।