Pahalgam Assault | পহেলগাঁও হামলার নেপথ্যে যোগ লস্কর-আইএসআই-পাক সেনার! কী বলছে এনআইএ’র প্রাথমিক রিপোর্ট?

Pahalgam Assault | পহেলগাঁও হামলার নেপথ্যে যোগ লস্কর-আইএসআই-পাক সেনার! কী বলছে এনআইএ’র প্রাথমিক রিপোর্ট?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার (Pahalgam Assault) নেপথ্যে যোগ লস্কর-আইএসআই-পাক সেনার। প্রাথমিক রিপোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ’র (NIA)।

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৫ পর্যটক সহ ২৬ জন। সেই ঘটনা আজ দশদিনে পড়েছে। অথচ এখনও মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে হত্যাকারীরা। এখনও পর্যন্ত কাশ্মীরে বেশ কয়েকটি অভিযান ও ধরপাকড় চালিয়েও হামলার মূল অভিযুক্তদের গ্রেপ্তার বা নিকেশ করা যায়নি। নতুন করে শুরু হয়েছে তল্লাশি অভিযান। গত রবিবার সরকারিভাবে এই হামলার তদন্তভার নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তভার নেওয়ার পরই প্রাথমিক রিপোর্ট তৈরি করছে এনআইএ।

এনআইএ সূত্র বলছে, এই হামলার জন্য লস্করের সঙ্গে পাক সেনা এবং আইএসআই (ISI) যে সক্রিয়ভাবে কাজ করেছে সেটার পোক্ত প্রমাণ রয়েছে। এই হামলার নেপথ্যে অন্তত ২০ জন ওভারগ্রাউন্ড ওয়ার্কার কাজ করেছে বলে জানা গিয়েছে। এই ওভারগ্রাউন্ড ওয়ার্কাররা এখনও কাশ্মীরে সক্রিয়। হামলাকারীরা এখনও দক্ষিণ কাশ্মীরের জঙ্গলঘেরা এলাকায় লুকিয়ে রয়েছে বলে দাবি করা হচ্ছে। শুধু হামলাকারীরা নয়, আরও বহু জঙ্গি ওই এলাকায় লুকিয়ে। মূলত হামলাকারীদের কভার ফায়ার দেওয়ার জন্য এলাকায় অন্য জঙ্গিরা লুকিয়ে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *