উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী ওজি অসবোর্ন (Ozzy Osbourne)। দীর্ঘদিন ধরেই নানা জটিলতার সঙ্গে লড়াই করছিলেন এই শিল্পী। মঙ্গলবার ব্রিটেনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
পরিবারের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ২২ জুলাই অর্থাৎ গতকাল প্রিয়জনদের পাশে নিয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওজি অসবোর্ন। দীর্ঘদিন ধরেই শরীরের নানা জটিলতার সঙ্গে লড়াই করছিলেন শিল্পী। এই কঠিন মুহূর্তে তাঁর আত্মার শান্তি কামনা করার এবং সকলকে পাশে থাকার আহ্বান জানানো হয়েছে পরিবারের তরফে।
১৯৪৮ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের বার্মিংহামের অ্যাস্টনে জন্ম ওজির। এডিএইচডি এবং ডিসলেক্সিয়ার মতো চ্যালেঞ্জের মধ্যেই সংগীত হয়ে উঠেছিল তাঁর বেঁচে থাকার হাতিয়ার। সেই হাত ধরে ১৯৬৮ সালে গড়ে ওঠে ‘ব্ল্যাক সাবাথ’— টনি আইওমি, গিজার বাটলার ও বিল ওয়ার্ড-এর সঙ্গে, যা পরে হেভি মেটালের ভিত্তি হিসেবে চিহ্নিত হয়। পাঁচবার গ্র্যামি জয়ী শিল্পী ওজি অসবোর্ন শুধুমাত্র একজন শিল্পীই ছিলেন না, ছিলেন আন্দোলনের মুখ। মাত্র তিন সপ্তাহ আগেই মঞ্চে উঠেছিলেন সহযোদ্ধাদের সঙ্গে। অসুস্থ শরীরেই মঞ্চ মাতিয়েছিলেন তিনি। ১৩টি একক অ্যালবাম, গ্র্যামি জয়, বিশ্বজুড়ে শ্রোতা- ওজি হয়ে ওঠেন এক কিংবদন্তি। ২০০৩ সালে তাঁর ধরা পড়ে পার্কিনসনস। তবুও থেমে থাকেননি তিনি। তাঁর শেষকৃত্য ঘিরে স্ত্রী-সন্তানরা অনুরোধ জানিয়েছেন গোপনীয়তা বজায় রাখতে।