উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ‘‘রাজনৈতিক বাধার কারণে ধ্বংস হয়েছিল ভারতের যুদ্ধবিমান।’’ ইন্দোনেশিয়ায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিনিধি হিসাবে কর্মরত নৌসেনা আধিকারিক ক্যাপ্টেন শিব কুমারের এই মন্তব্যে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে। এই ঘটনার ব্যাখ্যা দিয়ে ইন্দোনেশিয়ার ভারতীয় দূতাবাস আজ জানিয়েছে যে, অপারেশন সিঁদুর সম্পর্কিত একটি সেমিনারে প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিনিধি প্রদত্ত একটি উপস্থাপনা “প্রসঙ্গের বাইরে উদ্ধৃত” করা হয়েছে মিডিয়া রিপোর্টগুলিতে।
এই প্রসঙ্গে ভারতীয় দূতাবাস তাঁদের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে লিখেছে, “আমরা একটি সেমিনারে প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিনিধি প্রদত্ত একটি উপস্থাপনা সম্পর্কে মিডিয়া রিপোর্ট দেখেছি। তাঁর মন্তব্য প্রসঙ্গের বাইরে উদ্ধৃত করা হয়েছে। মিডিয়া রিপোর্টগুলি স্পিকারের প্রদত্ত উপস্থাপনার উদ্দেশ্য এবং গুরুত্বের ভুল উপস্থাপনা করেছে।”
প্রসঙ্গত, ভারত সর্বদা এটাই দাবি করে আসছে যে, অপারেশন সিঁদুরের উদ্দেশ্য ছিল পাকিস্তানের গভীরে সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা এবং জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পরও ভারতের প্রতিক্রিয়া উত্তেজনাপূর্ণ ছিল না। এদিকে ক্যাপ্টেন শিব কুমারের মন্তব্যের সূত্র ধরেই বিরোধী দল কংগ্রেস নেমে পড়েছিল আসরে। বর্তমান বিজেপি সরকার দেশবাসীকে বিভ্রান্ত করছে বলেও অভিযোগ তুলেছিল তারা। এবার ক্যাপ্টেন কুমারের সেই বক্তব্যই “প্রসঙ্গের বাইরে উদ্ধৃত” করা হয়েছে এবং তাঁর উপস্থাপনার ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে জানিয়ে দিল ভারতীয় দূতাবাস।