উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে গায়ে আগুন দিয়েছিলেন ২২ বছর বয়সি ওডিশার এক কলেজ ছাত্রী। তিন দিন ধরে তাঁর চিকিৎসা চলছিল। অবশেষে সোমবার রাতে মৃত্যু হয়েছে নির্যাতিতার। ভুবনেশ্বর এইমস এক বিবৃতিতে জানিয়েছে, চিকিৎসকরা সমস্তরকম চেষ্টা চালিয়েছেন। কিন্তু ওই তরুণীকে বাঁচানো যায়নি। সোমবার রাত ১১:৪৬ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
বালাসোরের ফকির মোহন কলেজের ছাত্রী ওই তরুণী ১ জুলাই তাঁর বিভাগীয় প্রধান অধ্যাপক সমীরকুমার সাহুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন। এনিয়ে তিনি কলেজের অভ্যন্তরীণ অভিযোগ কমিটিকে চিঠিও দেন। অধ্যাপক তাঁকে কয়েক মাস ধরে নির্যাতন করছেন এবং সেকথা কাউকে জানালে হুমকিও দিচ্ছেন, একথা বিস্তারিতভাবে চিঠি লিখেছিলেন ওই ছাত্রী। কলেজ কর্তৃপক্ষ সাত দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে অধ্যাপকের বিরুদ্ধে কোনও পদক্ষেপই করা হয়নি বলে অভিযোগ।
১২ জুলাই ওই তরুণী সহ আরও কয়েকজন ছাত্রী কলেজ গেটের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সহপাঠীদের মতে, বিক্ষোভ চলাকালীন নির্যাতিতা হঠাৎ অধ্যক্ষের অফিসের কাছে দৌড়ে যান এবং নিজের গায়ে আগুন ধরিয়ে দেন। ৯০ শতাংশেরও বেশি পুড়ে যায় তাঁর। ভর্তি করা হয় ভুবনেশ্বরের এইমসে।
সোমবার রাতে তরুণীকে মৃত ঘোষণা করা হয়। মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি ঘটনায় শোক প্রকাশ করেছেন। দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে বলে মৃতের পরিবারকে আশ্বস্ত করেছেন তিনি। এদিকে, বিভাগীয় প্রধান এবং কলেজের অধ্যক্ষ দিলীপ ঘোষকে গ্রেপ্তার করেছে পুলিশ।