OBC certificates cancellation case | বাতিল ওবিসি শংসাপত্র ব্যবহার করছে রাজ্য! মুখ্যসচিবের জবাব তলব হাইকোর্টের

OBC certificates cancellation case | বাতিল ওবিসি শংসাপত্র ব্যবহার করছে রাজ্য! মুখ্যসচিবের জবাব তলব হাইকোর্টের

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০১০ সালের পর থেকে তৈরি প্রায় ১২ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিলের (OBC certificates cancellation case) নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ কার্যকর করার কোনও উদ্যোগই দেখাচ্ছে না। এনিয়ে কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের হওয়াতে তা গ্রহণ করেছে বিচারপতি রাজাশেখর মান্থা ও তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। এই মামলায় মুখ্যসচিবের জবাব তলবও করেছে কোর্ট। কেন রাজ্য এই নির্দেশ কার্যকর করেনি তা আদালতকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে সশরীরে না এসে ভার্চুয়ালিও মুখ্যসচিব আদালতে হাজিরা দিতে পারবেন বলে জানানো হয়েছে। আগামী ১২ মার্চ এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

গত ২২ মে রাজ্যের প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ।  সঠিক নিয়ম না মেনেই এই ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল বলে জানিয়েছিল আদালত। এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। সেখানে রাজ্যের মামলাটি এখন বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসির বেঞ্চে বিচারাধীন রয়েছে। তবে হাইকোর্টের রায়ে কোনও স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। অভিযোগ, তা সত্ত্বেও ওই নির্দেশ কার্যকর করছে না রাজ্য সরকার। হাইকোর্টে মূল মামলাকারীদের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় জানান, অনেক জায়গায় নতুন করে ওই সার্টিফিকেটের ব্যবহার করা হচ্ছে।’ যা শুনেই ক্ষুব্ধ হন বিচারপতিরা। এই কাজের ব্যাখ্যা চেয়ে রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার পন্থের জবাব তলব করে উচ্চ আদালত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *