শান্ত বর্মন, জটেশ্বর: চারদিন আগেই জটেশ্বরের বাসিন্দা অঞ্জলি শীলের নামে এনআরসি (NRC) নোটিশ সমাজমাধ্যমে ভাইরাল হয়। নবান্ন থেকে এই নোটিশের কথা তুলে ধরে প্রতিবাদ করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তখনও হাতে কোনও নোটিশ পাননি আলিপুরদুয়ারের জটেশ্বরের বাসিন্দা অঞ্জলিদেবী। ফলে নোটিশ নিয়ে শুরু হয় তৃনমূল-বিজেপি চাপানউতোর। যদিও সব জল্পনার অবসান ঘটিয়ে আজ শুক্রবার এনআরসি সংক্রান্ত সেই ভাইরাল নোটিশ হাতে পেলেন জটেশ্বরের বাসিন্দা অঞ্জলি শীল। এইদিন ফালাকাটা থানা ও জটেশ্বর ফাঁড়ির পুলিশ তার বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে আসে। অঞ্জলি শীল জানিয়েছেন, নোটিশ পেলেও তার সত্যতা সম্পর্কে তিনি কিছু জানেন না, তিনি এই নোটিশের সত্যতা খতিয়ে দেখে পদক্ষেপ করবেন। তবে এনিয়ে রাজনীতির শিকার হতে রাজি নন বলেও জানিয়েছেন অঞ্জলিদেবী।
তবে মুখ্যমন্ত্রী মুখ খোলার পরেও আশর্চজনক ভাবে এনিয়ে নীরব আলিপুরদুয়ার জেলা তৃনমুল নেতৃত্ব। এখনও পর্যন্ত ফালাকাটা ব্লক সভাপতি ছাড়া আর কেউ অঞ্জলি শীলের বাড়িতে পা রাখেননি। ব্লক সভাপতিকে আন্দোলনের বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি স্পষ্ট কোন ধারনা দিতে পারেন নি। আলিপুরদুয়ার বিধায়ক সুমন কাঞ্জিলালও স্পষ্ট করে কিছু বলতে পারেননি।
বৃহস্পতিবার ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন সদলবলে অঞ্জলি শীলের বাড়িতে এসে দেখা করে যান। দীপক বর্মন বলেন, ‘ভোট আসছে তাই তৃণমূলের মাথা খারাপ হয়ে গিয়েছে এতে কোন লাভ হবে না যাদের পাশে মানুষ নেই তারা এধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে বেড়ায়। সুমন কাঞ্জিলাল বলেন, ‘বিজেপির বিধায়ক ওই পরিবারটিকে চাপে রেখেছেন তাদের সঙ্গে কাউকে কথা বলতে দিচ্ছেন না ভারতীয় হয়েও কেন এনআরসির নোটিশ পাবেন এটা কি করে হয়?’