শিলিগুড়ি: প্রবল বৃষ্টি এবং একাধিক জায়গায় ধস পড়ায়, নতুন করে বিপর্যস্ত উত্তর সিকিম। যে কারণে আজ পর্যটকদের পারমিট ইশ্যু করলো না সিকিম প্রশাসন। অনলাইনে আগাম যাঁরা পারমিট নিয়েছিলেন, তাঁদের পারমিটও বাতিল করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পারমিট ইশ্যু করা হবে না বলে মংগন জেলা প্রশাসন সূত্রে খবর। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে প্রবল বৃষ্টির সময় পর্যটকদের একটি গাড়ি রাস্তা থেকে এক হাজার ফুট নীচে লাচেনচু নদীতে পড়ে যায়। ঘটনায় এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিখোঁজ ৮ পর্যটক।