উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাবা ও এক আত্মীয় মিলে পাঁচ বছরের কন্যাকে স্কুটারে করে নিয়ে যাচ্ছিলেন হাসপাতালে। কিন্তু মাঝপথেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। রাস্তায় একটি বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি এসে সজোরে ধাক্কা মারে স্কুটারে (BMW Rams Scooter)। যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। শনিবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নয়ডার সেক্টর-২০-তে (Noida)। স্কুটারে থাকা ওই শিশুটির বাবা ও আত্মীয়ও আহত হয়েছেন ঘটনায়। ইতিমধ্যেই ঘাতক গাড়িটির চালক সহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, আহতরা হলেন গুল মহম্মদ এবং রাজা। নয়ডার সেক্টর ৪৫-এর কাছে সদরপুরের বাসিন্দা তাঁরা। গুলের পাঁচ বছরের কন্যা আয়াত শনিবার রাতে অসুস্থ হয়ে পড়েছিল। তাই গুল এবং রাজা মিলে স্কুটারে করে আয়াতকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল। কিন্তু পথেই একটি বিএমডব্লিউ এসে ধাক্কা মারে স্কুটারে। ফলে রাস্তায় ছিটকে পড়েন স্কুটারে থাকা তিনজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় আয়াতের। এরপর গুল এবং রাজাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
ইতিমধ্যেই ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে নয়ডা পুলিশ। সেই সঙ্গে অভিযুক্ত গাড়িচালক যশ শর্মা ও সহযাত্রী অভিষেক রাওয়াতকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্ঘটনায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুটার ও বিএমডব্লিউ। পুরো ঘটনার তদন্ত নেমেছে পুলিশ।