শিলচর : অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে অসমের শিলচর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (NIT)-তে। অভিযুক্ত অধ্যাপককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে বরখাস্ত করা হয়েছে। পুলিশের পাশাপাশি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ তদন্ত কমিটি অভিযোগ খতিয়ে দেখছে।
একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ক্লাস শেষে নিজের চেম্বারে ডেকে ওই ছাত্রীর ওপর যৌন নির্যাতন চালিয়েছে অধ্যাপক। বৃহস্পতিবার এনআইটি কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা। তারপরই বিষয়টি নিয়ে শোরগোল পড়ে।
প্রতিষ্ঠানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, অধ্যাপকের বিরুদ্ধে ‘শ্লীলতাহানি’ এবং ‘যৌন হয়রানি’র অভিযোগ তুলেছেন ওই ছাত্রী। এবিষয়ে পুলিশেরও দ্বারস্থ হয়েছেন তিনি। শুক্রবার সন্ধ্যায় অভিযুক্ত অধ্যাপককে গ্রেপ্তার করে শিলচর সদর থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে শনিবার জানিয়েছেন কাছাড়ের পুলিশ সুপার নুমল মাহাত্তা জানিয়েছেন। পুলিশ ছাত্রীর জবানবন্দি রেকর্ড করেছে। মামলা দায়ের হয়েছে।
ইনস্টিটিউটের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘বিষয়টি তদন্তের জন্য অভ্যন্তরীণ তদন্ত কমিটির কাছে পাঠানো হয়েছে। যে চেম্বারে ঘটনাটি ঘটেছে তা সিল করে দেওয়া হয়েছে।’