Nepal | মন্ত্রী হলেন কুলমান ঘিসিং, সুশীলার মন্ত্রীসভায় আর কে?

Nepal | মন্ত্রী হলেন কুলমান ঘিসিং, সুশীলার মন্ত্রীসভায় আর কে?

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার (১৫ সেপ্টেম্বর, ২০২৫) নবগঠিত অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভায় তিন নতুন মন্ত্রীকে শপথবাক্য পাঠ করালেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল। এই ৩ নতুন মন্ত্রীকে বেছে নিয়েছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কি।

এই ৩ জনের মধ্যে রয়েছেন নেপালের প্রাক্তন অর্থসচিব রমেশ্বর খানাল, যাকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। রয়েছেন নেপাল বিদ্যুৎ পর্ষদের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক কুলমান ঘিসিং। তাঁর কাঁধে জ্বালানি, জলসম্পদ ও সেচ, পরিকাঠামো ও পরিবহন এবং নগর উন্নয়নের মতো তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব বর্তেছে। এছাড়াও আইনজীবী ওম প্রকাশ আর‍্যালকে স্বরাষ্ট্র এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। এই তিন মন্ত্রীই রাষ্ট্রপতি ভবন ‘শীতল নিবাস’-এ শপথ গ্রহণের পর অবিলম্বে নিজ নিজ দপ্তরে দায়িত্ব গ্রহণ করেছেন।

প্রসঙ্গত, নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি গত ১২ সেপ্টেম্বর দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ব্যাপক বিক্ষোভের মুখে প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর ‘জেন-জি’ গোষ্ঠীর সুপারিশে তিনি এই পদে আসীন হন। এই মুহূর্তে তাঁর প্রধান কাজগুলির মধ্যে অন্যতম একটি কাজ হল, ২০২৬ সালের ৫ মার্চ দেশে নতুন নির্বাচন পরিচালনা করা। উল্লেখ্য, সম্প্রতি নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধকরণ এবং দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে ‘জেন-জি’ গোষ্ঠী ব্যাপক আন্দোলন শুরু করেছিল, যার জেরে দেশজুড়ে হিংসা ছড়িয়ে পড়েছিল। এই হিংসার ঘটনায় মৃত্যু হয়েছিল অন্তত ৭২ জনের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *