শমিদীপ দত্ত, শিলিগুড়ি: বহুদিন ধরেই আশঙ্কা ছিল। শেষপর্যন্ত সেটাই যেন সত্যি হতে চলেছে।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এনবিএসটিসি) (NBSTC) শিলিগুড়ি ডিভিশন অগাস্ট মাসেই অফিসারশূন্য হতে চলেছে। ওই মাসেই সংশ্লিষ্ট ডিভিশনাল ম্যানেজার ও শিলিগুড়ির ডিপো ইনচার্জ অবসর নিচ্ছেন। এরপর ওই ডিভিশনাল ম্যানেজার পদে বসানোর মতো কোনও অফিসার নিগমের হাতে নেই। এই পরিস্থিতিতে নিগমের শিলিগুড়ি ডিভিশনের প্রশাসনিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা ছড়িয়েছে। এ বিষয়ে শুক্রবার নিগমের ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাইকে প্রশ্ন করা হলে তাঁর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, ‘সমস্যা মেটানোর বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।’
দীর্ঘদিন ধরে কর্মী নিয়োগ বন্ধ থাকায় এনবিএসটিসি-তে সমস্যা বাড়ছে। কর্মীদের বেশি করে কাজের দায়িত্ব দিয়ে পরিস্থিতির মোকাবিলা করার চেষ্টা করা হচ্ছে। তবে, এই কর্মীদের একটি অংশ অবসর নিতে শুরু করায় এনবিএসটিসি’র বিভিন্ন ডিভিশনে সমস্যা বাড়ছে। কর্মীসংকটের কারণে বহরমপুর ডিভিশন কার্যত বন্ধ হয়ে যাওয়ার মুখে এসে দাঁড়িয়েছে। ডিপোগুলিও বাদ যাচ্ছে না। এর মধ্যেই নতুন করে শিলিগুড়ি ডিভিশনে ডিভিশনাল ম্যানেজার ও ডিপো ইনচার্জ পদ ফাঁকা হতে চলায় পরিস্থিতি আরও বিরূপ হয়ে পড়েছে। ডিভিশনের ক্ষেত্রে অ্যাকাউন্টস অফিসার পদ আগে থেকেই ফাঁকা হয়ে রয়েছে। ইডিপি অপারেটর ওই পদ সামলাচ্ছেন। শিলিগুড়ি ডিপোতেও বিভিন্ন অফিসারের পদ একইভাবে ফাঁকা পড়ে। পারচেজ অফিসার, লেবার ওয়েলফেয়ার অফিসার, ট্রাফিক অফিসার, ট্রাফিক ইনস্পেকটর, চিফ ফুয়েল ইনস্পেকটর, স্টোর অফিসার, জুনিয়ার পাবলিক রিলেশন অফিসার পদ খালি হয়ে রয়েছে। নীচুতলার কর্মীদের বাড়তি দায়িত্ব দিয়ে এই পদগুলি সামলানো হচ্ছে। নীচুতলার কর্মীদের কেউ কেউ একাধিক পদের দায়িত্ব সামলাচ্ছেন। অন্যান্য ডিপোয় ইনচার্জ পদ নীচুতলার অন্য কর্মীদের দিয়ে কোনওভাবে চালানো হচ্ছে। কোনওটায় সাব–ইনস্পেকটর, কোনওটায় কনডাক্টররা সেই পদ সামলাচ্ছেন। শিলিগুড়ি ডিপোর মতন গুরুত্বপূর্ণ ডিপো ইনচার্জের কাজ নীচুতলার কর্মীদের দিয়ে চালানো হলে সেটি যথেষ্টই আতঙ্কের হতে পারে বলে মনে করা হচ্ছে।
বিষয়টা নিয়ে নিগমের বাম প্রভাবিত সংগঠন নর্থবেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য তুফান ভট্টাচার্য ইতিমধ্যেই সরব হয়েছে। তাঁর বক্তব্য, ‘গোটা নিগম বেসরকারিকরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। যে কারণে নিগমের এই ধরনের পরিস্থিতি এসে দাঁড়িয়েছে।’
কর্তৃপক্ষ যাঁদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে বাড়তি দায়িত্ব সামাল দিচ্ছে তাঁদের যাতে পদোন্নতির ব্যবস্থা করা হয় সেই দাবিতে তিনি সরব হয়েছেন। তৃণমূল কংগ্রেস প্রভাবিত সংগঠন নর্থবেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ড্রাইভার্স অ্যান্ড তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সমীর সরকার বললেন, ‘নিগমের ম্যানেজিং ডিরেক্টর, চেয়ারম্যান, সকলেই এখন কলকাতায় রয়েছেন। আগামী সপ্তাহে আমরা তাঁদের সঙ্গে এবিষয়ে আলোচনা করব।’ পরিস্থিতি এখন কোনদিকে গড়ায় সে দিকেই সবার নজর।