Nayarhat | বহিরাগত ইস্যুতে উত্তাল নয়ারহাট! তুমুল বিক্ষোভ পড়ুয়াদের

Nayarhat | বহিরাগত ইস্যুতে উত্তাল নয়ারহাট! তুমুল বিক্ষোভ পড়ুয়াদের

শিক্ষা
Spread the love


নয়ারহাট: মদ্যপ অবস্থায় স্কুলে (Faculty) ঢুকে ছাত্রদের উত্যক্ত করেছে বহিরাগতরা! ঘটনার প্রতিবাদ জানাতেই তিন ছাত্রকে রাস্তায় আটকে মারধরও অভিযোগ উঠল। অথচ পুরো ঘটনায় নীরব স্কুল কর্তৃপক্ষ। এমনকি এখনও পর্যন্ত বহিরাগতদের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। গোটা ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে নিস্ক্রিয়তার অভিযোগে ক্ষোভে ফেটে পড়ল পড়ুয়ারা।

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার বিকালে। শিক্ষক দিবস পালন উপলক্ষ্যে সেদিন স্কুলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অভিযোগ, বহিরাগত দুই তরুণ অনুষ্ঠানে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে ও ছাত্রদের সঙ্গে অশালীন আচরণ করে। ঘটনার প্রতিবাদ করা হলে স্কুলের কয়েকজন ছাত্রের সঙ্গে বহিরাগতদের সঙ্গে বচসা বাধে। কিন্তু এরপর ঘটনা অন্যদিকে মোড় নেয়। অনুষ্ঠান শেষে তিনজন ছাত্র একসঙ্গে বাড়ি ফিরছিল। ওই সময় ওই দুই বহিরাগত আরও একজনকে সঙ্গে নিয়ে পথ আটকে তিন পড়ুয়াকে মারধর করে বলে অভিযোগ। বিষয়টি নজরে থাকলেও স্কুল কর্তৃপক্ষ বহিরাগতদের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের না করায় পড়ুয়ারা ক্ষোভে ফুঁসছিল। এদিনের ঘটনা সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ। স্কুলের সবকটি কক্ষে তালা মেরে দিয়ে পড়ুয়া বিক্ষোভে শামিল হয়। পড়ুয়াদের পক্ষে সাগর বর্মন, জয়জিৎ বর্মনের বক্তব্য, স্কুলে এত বড় ঘটনা ঘটার পরও প্রধান শিক্ষক বহিরাগতদের নামে পুলিশে (Police) কোনও লিখিত অভিযোগ দায়ের করলেন না। বাধ্য হয়ে স্কুলে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার জেরে স্কুলে দীর্ঘক্ষণ পঠনপাঠন বন্ধ থাকে। খবর পেয়ে মাথাভাঙ্গা থানার (Mathabhanga Police Station) আইসি হেমন্ত শর্মা ঘটনাস্থলে পৌঁছান। শেষপর্যন্ত পড়ুয়াদের দাবি মেনে স্কুল কর্তৃপক্ষ বহিরাগত তরুণদের নামে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করার  শান্ত হয় পড়ুয়ারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *