উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলায় নিজেদের জমি পুনরুদ্ধারে মরিয়া ভারতীয় জনতা পার্টি (BJP)। এই লক্ষ্যেই কেন্দ্রীয় নেতৃত্ব এখন বঙ্গমুখী। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা-এর ঘন ঘন বঙ্গ সফরও যেন সেই বিষয়টিকেই তুলে ধরছে। দলীয় সূত্রে খবর, মহালয়ার ঠিক একদিন আগে অর্থাৎ আগামী ২০ সেপ্টেম্বরে ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। নদীয়ার নবদ্বীপে একটি বড় জনসভা করার কথা রয়েছে তাঁর।
প্রসঙ্গত, মহালয়ার আগে যদি প্রধানমন্ত্রী রাজ্যে আসেন, তবে গত কয়েক মাসে এই নিয়ে চতুর্থবার বাংলা সফর করবেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, ২০২৫ সালে প্রত্যেক সাংগঠনিক বিভাগে প্রধানমন্ত্রীর একটি করে জনসভা অনুষ্ঠিত হবে। এই ধারাবাহিক প্রচারাভিযানকে ভোট পর্যন্ত সচল রাখাই কার্যত এখন পদ্ম শিবিরের প্রধান উদ্দেশ্য। এর পাশাপাশি, দুর্গাপূজার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা-এর কলকাতায় আসার কথা রয়েছে। পুজো উদ্বোধনের মতো অনুষ্ঠানে তাঁর উপস্থিতি দলের কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্যম জোগাবে বলে মনে করছেন শীর্ষ নেতৃত্ব।
উল্লেখ্য, বাংলায় গত বিধানসভা নির্বাচনে বিজেপি ৭৭টি আসন জিতলেও, পরবর্তীতে একাধিক বিধায়কের দলবদল করার কারণে সেই সংখ্যা কিছুটা কমেছে। তাই আসন্ন নির্বাচনে আসন বাড়াতে কেন্দ্রীয় নেতৃত্ব সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে মোদি ও শা-এর দফায় দফায় সফর এবং বৈঠকগুলো যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সে কথা বলাই বাহুল্য। প্রসঙ্গত, গত শুক্রবারই প্রধানমন্ত্রী বঙ্গে এসেছিলেন। দমদম বিমানবন্দরে নেমে তিনি তিনটি মেট্রো রুটের উদ্বোধন করেন এবং পড়ুয়া ও পরিযায়ী শ্রমিকদের সঙ্গে মেট্রো সফর করেন। এরপর দমদমে এক জনসভায় ভাষণ দেন তিনি।