উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ভারত-আমেরিকার মধ্যে শুল্কনীতি (Tariff) নিয়ে সরগরম বিশ্ব রাজনীতি। তার মধ্যে আমেরিকা যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেপ্টেম্বরের শেষের দিকে মোদির মার্কিন সফরের সম্ভাবনা রয়েছে। সেপ্টেম্বর মাসের ২৩ থেকে ২৭ তারিখ পর্যন্ত নিউ ইউর্কে রাষ্ট্রপুঞ্জের (Commonwealth of Nations) সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের বৈঠক হবে। সেখানেই যোগ দিতে পারেন মোদি।
রাষ্ট্রপুঞ্জের ওই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donal Trump)। এছাড়াও আরও অনেক দেশের রাষ্ট্র প্রধানদেরও সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে।
মোদির রাষ্ট্রপুঞ্জের ওই অধিবেশনে যোগ দেওয়ার মাঝে বেশ কয়েকজন রাষ্ট্র নেতার সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে। সেই তালিকায় মার্কিন প্রেসিডেন্ট থাকবেন কী না তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
ট্রাম্প দ্বিতীয় বার প্রেসিডেন্ট হওয়ার পর ফেব্রুয়ারিতে মোদি আমেরিকা সফরে গিয়েছিলেন। সেই সময় দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার বার্তা দেওয়া হয়েছিল। এমনকী সেই সময়ই ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্যচুক্তি নিয়ে কথা হয় মোদি ও ট্রাম্পের। কিন্তু তারপরই দুই দেশের বাণিজ্যচুক্তি ভেস্তে গিয়েছে। আমেরিকা ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ আমদানি শুল্ক চাপিয়েছে। পাশাপাশি ট্রাম্প হুমকি দিয়েছেন, রাশিয়া থেকে ভারত তেল কেনা বন্ধ না করলে শুল্কের পরিমান আরও বাড়ানো হবে। তবে ভারতের তরফে আমেরিকাকে কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এতকিছুর পর যদি মোদি আমেরিকায় গিয়ে ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন, তাহলে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদি শেষ পর্যন্ত বৈঠক হয়, তাহলে কী দুই দেশের মধ্যে বানিজ্য শুল্ক নিয়ে কোনও রফা সুত্র হবে? এখন থেকেই সেই প্রশ্ন উঁকি দিতে শুরু করেছে। তবে এব্যাপারে ভারত সরকারের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি।
এদিকে আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Putin) সঙ্গে ট্রাম্পের বৈঠকের দিকেও নজর রয়েছে ভারতের।