নাগরাকাটা: গত বছরের ডিসেম্বরে হোয়াটসঅ্যাপে এসেছিল ‘কিষাণ নিধি’ নামে একটি লিংক। সেই লিংকে অজ্ঞানতাবশত ক্লিক করে ৯৮ হাজার টাকা খুঁইয়েছিলেন নাগরাকাটার ভগতপুর চা বাগানের ধর্মেন্দ্র শর্মা নামে এক ব্যক্তি। তিনি যে প্রতারিত হয়েছেন, সেটা বুঝতে পেরে জলপাইগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন ধর্মেন্দ্র। আর সোমবার পুলিশের পক্ষ থেকে তাঁর সেই খোওয়া যাওয়া টাকার পুরোটাই উদ্ধার করে তাঁর ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হল। জেলা সাইবার পুলিশের এই তৎপরতায় দারুণ খুশি ওই ব্যক্তি। তিনি বলেন, ‘আমি তো একপ্রকার আশা ছেড়েই দিয়েছিলাম। পুলিশের কাছে কৃতজ্ঞ থাকলাম।’
এই প্রসঙ্গে জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত বলেন, ‘অজানা ও সন্দেহজনক কোনও অ্যাপ বা লিংকে ক্লিক না করার পরামর্শ বারবার দেওয়া হচ্ছে। সবাইকে বিষয়টি নিয়ে আরও সচেতন থাকতে হবে।’
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ওই লিংকে ক্লিক করার পরপরই সেদিন ধর্মেন্দ্র বাবুর মোবাইলে একটি অজানা অ্যাপ ইনস্টল হয়ে যায়। তারপর থেকে তিনি তাঁর ফোনে টাকা লেনদেনের জন্য নিজের ব্যবহৃত সুরক্ষিত অ্যাপগুলি দিয়ে আর কাজ করতে পারছিলেন না। পরে ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৯৮ হাজার টাকা কেটে নেওয়ার একটি মেসেজ পান। এরপরই প্রতারিত হওয়ার বিষয়টি টের পান তিনি।