নাগরাকাটা: পাওনাগন্ডা কেন্দ্রিক সমস্যা চলছিল দীর্ঘদিন ধরেই। সেই শ্রমিক অসন্তোষকে কাজে লাগিয়ে নাগরাকাটার ধরণিপুর চা বাগানে শাসকদলে ভাঙন ধরিয়ে শ্রমিকদের নিজেদের দলে টানল বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, এর মধ্যে দিয়েই ধরণিপুর থেকে তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে গেল।
রবিবার ধরণিপুরের শ্রমিকদের বিজেপি ও সহযোগী চা শ্রমিক সংগঠন ভারতীয় টি ওয়ার্কাস ইউনিয়নে(বিটিডব্লিউইউ)যোগ দেওয়াকে কেন্দ্র করে একটি সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সাংসদ মনোজ টিগ্গা, বিধায়ক পুনা ভেংরা, শ্রমিক নেতা অমরনাথ ঝা-র মত শীর্ষ নেতারা। এদিন সাংসদ বলেন, ‘তৃণমূলের অপশাসনের হাত থেকে বেরিয়ে এসে ধরণিপুরের শ্রমিকরা ইতিহাস রচনা করলেন। তাঁদের দেখানো পথেই এরপর সংকোশ থেকে মেচি পর্যন্ত সমস্ত বাগানে বিজেপির ঝান্ডা উড়বে। শ্রমিকনেতা অমরনাথ বলেন, ‘এই বাগান বিক্রি হয়েছে নাকি দান করা হয়েছে সেটা এখানে বিরাট বড় রহস্য। বর্তমানে যিনি চালাচ্ছেন তিনি বাগানের সম্পদ নেওয়ার সময় তাঁর অধিকারের কথা বলেন। অন্যদিকে শ্রমিকদের অধিকারের কথা বললেই উদাসীন থাকেন। আমরা ধরণিপুরের স্ট্যাটাস নিয়ে হাইকোর্টের দারস্থ হব।’
তৃণমূল কংগ্রেস অবশ্য বিজেপির দাবিকে সম্পূর্ণ অস্বীকার করছে। তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের ধরণিপুর ইউনিটের নেতা অনুপ ওরাওঁ বলেন, ‘সাংসদ, বিধায়কদের দেখতে হয়তো বিজেপির সভায় শ্রমিকদের কেউ কেউ গিয়েছিলেন। এখানে যা উন্নয়ন সমস্ত কিছু রাজ্য সরকারের মাধ্যমেই হচ্ছে।’