জঙ্গিপুর: অন্তঃসত্ত্বা মেয়ের সামনেই তার বাবাকে নির্মমভাবে পিটিয়ে খুনের অভিযোগ উঠল জঙ্গিপুর মহকুমার অন্তর্গত রঘুনাথগঞ্জ এলাকায়। মৃতের নাম তানজিল শেখ। বছর কয়েক আগে সামাজিকভাবে তানজিল শেখ তাঁর মেয়ের রঘুনাথগঞ্জ(Murshidabad) এলাকায় বিয়ে দেন। অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকেরা নগদ টাকার দাবিতে মেয়ের উপর অত্যাচার করত। বাধ্য হয়ে অন্তঃসত্ত্বা মেয়েকে নিজের বাড়িতে নিয়ে যেতে মেয়ের শ্বশুরবাড়িতে হাজির হয় তানজিল। আর সেখানেই মেয়ের শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হতেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। প্রথমে হাতাহাতি পরবর্তীতে লোহার শাবল দিয়ে তানজিলকে এলোপাথাড়ি পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ। পরে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর(Murshidabad) মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ। মৃতের ছেলে মিসব শেখ বলেন, ‘বোনের শ্বশুরবাড়ির লোকেরা বাবাকে পিটিয়ে হত্যা করেছে। দোষীদের কঠোর সাজা চাই।’