লালবাগ: কাজের খোঁজে তামিলনাড়ুতে গিয়ে দুষ্কৃতীদের হামলায় প্রাণ গেল মুর্শিদাবাদের লালবাগের বাসিন্দা এক পরিযায়ী শ্রমিকের। কয়েকমাস আগেই আব্দুল শেখ নামে ওই শ্রমিক তামিলনাড়ুর একটি কারখানায় কাজে যুক্ত হন। অভিযোগ, মঙ্গলবার মধ্যরাতে আব্দুল শেখকে একদল দুষ্কৃতী বেধড়ক মারধর করে। গুরুতর অবস্থায় জখম অবস্থায় তাকে রাস্তার ধারে ফেলে পালায় দুষ্কৃতীরা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। আব্দুল শেখের মা তানসুরা বিবি বলেন, ‘সামান্য কিছু অর্থ রোজগারের জন্য অন্য রাজ্যে গিয়ে আমার ছেলেকে শেষ পর্যন্ত প্রাণ দিতে হলো। আমাদের পুরো পরিবারটা অনাথ হয়ে গেল।’