বেলডাঙ্গা: বিস্ফোরণের জেরে উড়ল বাড়ির চাল! এমন ঘটনায় এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের বহরমপুর মহকুমার অন্তর্গত বেলডাঙ্গা এলাকায়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের লোকজন এসে উদ্ধার কার্য শুরু করে। আগুন নেভাতে হাজির হয় দমকলও।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সীমান্ত ঘেঁষা এই জেলার বেলডাঙ্গা গ্রামের একটি বাড়ির মধ্যে থেকে আচমকা বিস্ফোরণের বিকট আওয়াজ শোনা যায়। তারপরই স্থানীয়রা লক্ষ্য করেন বাড়ির কাঁচা চাল কার্যত উড়ে গিয়েছে বিস্ফোরণের জেরে। এরপরেই ঘরের ভেতর থেকে বিস্ফোরণের জেরে দগ্ধ দুইজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এই বিস্ফোরণের কারণ নিয়ে রীতিমতো ধোঁয়াশা তৈরি হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, কোনওভাবে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণ থেকে এই কাণ্ড ঘটেছে। পাশাপাশি অপর অংশের দাবি, মজুদ করে রাখা কোনও বিস্ফোরক পদার্থ থেকেও এই ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার পরেই ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে পুলিশ আধিকারিকেরা।