মুর্শিদাবাদ: সদ্য মাদক মামলায় জামিনে মুক্ত হয়ে এবার সরাসরি অস্ত্রের কারবারে (Arms commerce) প্রবেশ। কিন্তু পুলিশি অভিযানে ধরা পড়তেই ফের জেল যেতে হল কারবারিকে। সেই সঙ্গে উদ্ধার হয়েছে পিস্তল, ম্যাগাজিন থেকে শুরু করে বিপুল অস্ত্রের সম্ভার। ধৃতের সঙ্গে বিহারের অস্ত্র মাফিয়া চক্রের যোগসাজশের নাগালও পেয়েছে মুর্শিদাবাদ জেলা পুলিশ (Murshidabad)। ঘটনাটি ঘটেছে বহরমপুর মহকুমার অন্তর্গত বেলডাঙায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।
জানা গিয়েছে, কুখ্যাত ওই অস্ত্র কারবারির নাম নৌশাদ মণ্ডল। বাড়ি ডোমকলে। ধৃতের কাছ থেকে তল্লাশি চালিয়ে ৬টি পাইপ গান থেকে শুরু করে ২টি মাস্কেট, ১৪টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জেরায় পুলিশ জানতে পেরেছে, ধৃত ব্যক্তি সারগাছি এলাকায় তৌফিক মোল্লা নামে এক ব্যক্তিকে এই আগ্নেয়াস্ত্রগুলি বিক্রির উদ্দেশ্য বিহার থেকে আমদানি করেছিল এখানেই শেষ নয়, ইতিপূর্বে মাদক মামলায় জেল খেটে কয়েক মাস আগেই জামিনে মুক্ত হয়েছিল ধৃত ব্যক্তি। এরপরই নতুন করে আগ্নেয়াস্ত্রের কারবারে যুক্ত হওয়ার কথা স্বীকার করেছে পুলিশি জেরায়।
এপ্রসঙ্গে মুর্শিদাবাদ জেলা পুলিশের ক্রাইম বিভাগের ডিএসপি আনন্দ মণ্ডল বলেন, ‘ধৃত দীর্ঘদিন ধরেই অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত ছিল। তাকে পুলিশি হেপাজতে নিয়ে ম্যারাথন জেরা করে ঘটনার পুঙ্খানুপুঙ্খ জানার চেষ্টা চালানো হচ্ছে।’ জানা গিয়েছে, ধৃতের পুলিশ হেপাজত চেয়ে বহরমপুর আদালতে তোলা হয়েছিল। এরপর বিচারক ১৭ অগাস্ট পর্যন্ত ধৃতের পুলিশ হেপাজতের নির্দেশ দেন।